
বাগদাদ: মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে ইরাকের মাটি থেকে হটিয়ে দেয়ার আনন্দ উদযাপনের জন্য রোববার ইরাকি সশস্ত্র বাহিনী এক সামরিক প্যারেডের আয়োজন করে।
গত শনিবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর বিজয় ঘোষণা করেন। দীর্ঘ তিন বছর ধরে জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে লড়াইয়ের পর কাংখিত এই বিজয় লাভ করা সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইরাকি সামরিক বাহিনীর একটি ইউনিট বাগদাদের প্রধান চত্বরে কুচকাওয়াজ করে এগিয়ে যায়। এসময় মাথার উপর দিয়ে হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।
অবশ্য সামরিক প্যারেডটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমকে এতে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে।
আইএসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দেয়ার সময় আবাদি রোববার সরকারি ছুটির ঘোষণাও দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, আমাদের ঐক্য এবং সংকল্পের মাধ্যমে ইরাক জিহাদীদের পরাজিত করেছে।
২০১৪ সালে ইরাক এবং প্রতিবেশি সিরিয়ার বৃহত্তম অংশ দখল করে সুন্নী চরমপন্থী গোষ্ঠী আইএস। এসময় সংগঠনটি দখল করা অংশগুলোতে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল।
পরবর্তীকালে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় বিগত তিন বছর ধরে ইরাকি বাহিনী ক্রমান্বয়ে জিহাদীদের কাছে হেরে যাওয়া সমস্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আইএস এখনো ইরাকের জন্য হুমকির কারণ হতে পারে। সংগঠনটি তাদের অনুগতদের দিয়ে দেশটির বিভিন্ন অংশে বোমা হামলা করতে পারে। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা ও সম্পাদনা: ফারহানা করিম