
ঢাকা: আসন্ন শীতকে সামনে রেখে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের জন্য ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ইউল্যাবের সংস্কৃতি সংসদ ক্লাব এর সহযোগিতায় চ্যারিটি কালচারাল শো এর আয়জন করে। গত ৬ ডিসেম্বর বুধবার ইউল্যাবের ক্যাম্পাসে কালচারাল শো অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল গরীব ও সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা। অনুষ্ঠান চলাকালে অনুদান সংগ্রহ করা হয়। শিক্ষাৰ্থী, এডমিন ও ফ্যাকাল্টি সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তাদের মধ্যে টিকেট বিক্রি করা হয়।
তিন ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানটি সফল করার জন্য ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, সংস্কৃতি সংসদ, থিয়েটার ক্লাব এবং ইউল্যাবের লিটারেরি সোসাইটি নাচ, গান ও নাটক প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এইচ. এম. জহিরুল হক। এমবিএর কোঅর্ডিনেটর মঈনাক কানুঙ্গ, বিজনেস ক্লাব এর পরামর্শক নিয়াজ মোর্শেদ পাটোয়ারী। এছাড়াও অন্যান্য ফ্যাকাল্টির সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এর পরামর্শক সেলিনা কাদের চৌধুরীর কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই