Thursday, March 30th, 2017
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন কী?
March 30th, 2017 at 12:43 pm
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন কী?

ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৫ এপ্রিল বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আইপিইউ এর ১৩৬তম অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে। অ্যাসেম্বলিতে আইপিইউ ভুক্ত দেশগুলোর স্পিকার এবং সংসদ সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যাসেম্বলি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন কী?

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। রাজনৈতিক বহুপাক্ষিক আলোচনার প্রথম স্থায়ী ফোরামও এটি। সংস্থাটিকে বৈশ্বিক সংসদীয় সংলাপের কেন্দ্রবিন্দুও বলা চলে।

ফরাসী অর্থনীতিবিদ ও শান্তিকর্মী ফ্রেদেরিক পাসি এবং বৃটিশ সংসদ সদস্য ও সমাজসেবী উইলিয়াম র‌্যান্ডাল ক্রেমারের হাত ধরে ১৮৮৯ সালে যাত্রা শুরু করে এই সংস্থাটি।

শুরুর দিকে ১৮৯২ থেকে ১৯১১ পর্যন্ত সংস্থাটির সদরদপ্তর ছিল সুইজারল্যান্ডের বার্নে। ১৯১১ থেকে ১৯১৪ পর্যন্ত ছিল বেলজিয়ামের ব্রাসেলসে। ১৯১৪ থেকে ১৯২০ পর্যন্ত ছিল নরওয়ের অসলোতে। সর্বশেষ ১৯২১ সালে স্থায়ীভাবে সদরদপ্তর আনা হয় সুইজারল্যান্ডের জেনেভায়।

সংস্থাটি বিশ্বব্যাপী প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রসার, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান, টেকসই উন্নয়ন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের প্রসারে কাজ করে যাচ্ছে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি ও সহযোগিতার বজায় রাখাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

সংস্থাটির সাথে জড়িত আটজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।

২৪ জুলাই ১৯৯৬ সালে জাতিসংঘ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নকে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা হিসেবে অনুমোদন দেয়। ১৯ নভেম্বর ২০০২ সংস্থাটি জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায়।

বর্তমানে আইপিইউর প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এর সদস্য সংখ্যা ১৭১ এবং সহযোগী সংস্থা ১১টি। তবে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা এই সংস্থা সদস্য নয়। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ ভুটান এবং মিয়ানমারও এই সংস্থার সদস্য নয়।

গ্রন্থনা: কাওসার আহমেদ, সম্পাদনা: প্রণব


সর্বশেষ

আরও খবর

কেউ পড়ে না বরকত পাঠাগারে!

কেউ পড়ে না বরকত পাঠাগারে!


রবিদাস জনগোষ্ঠীর জীবনধারা

রবিদাস জনগোষ্ঠীর জীবনধারা


ড্যান্ডির নেশায় নষ্ট হচ্ছে হাজারো পথশিশুর জীবন

ড্যান্ডির নেশায় নষ্ট হচ্ছে হাজারো পথশিশুর জীবন


দুস্থদের মাঝে ইফতার বিতরণ করবে অভিযাত্রিক ফাউন্ডেশন

দুস্থদের মাঝে ইফতার বিতরণ করবে অভিযাত্রিক ফাউন্ডেশন


নারীদের জন্য বিপদজনক বিশ্বের সাতটি শহর

নারীদের জন্য বিপদজনক বিশ্বের সাতটি শহর


দেখে আসুন মিরপুরের টাকার গাছ

দেখে আসুন মিরপুরের টাকার গাছ


জেনে নিন বিশ্বের দামী ১০টি গাড়ির নাম ও তার দাম

জেনে নিন বিশ্বের দামী ১০টি গাড়ির নাম ও তার দাম


সুখী হতে চাইলে মানুন এই ২০টি জিনিস

সুখী হতে চাইলে মানুন এই ২০টি জিনিস


যেভাবে হয়েছিল বিশ্বের প্রথম পারমানবিক বোমার পরীক্ষা

যেভাবে হয়েছিল বিশ্বের প্রথম পারমানবিক বোমার পরীক্ষা


রাজধানীতে সবজি চাষ

রাজধানীতে সবজি চাষ