
স্পোর্টস রিপোর্টার: আজারবাইজানের বাকুতে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। শনিবার সকালে পুরুষ ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না। বাকুতে ২৪৫.৫ স্কোর করে রূপা জেতেন রাব্বি। ২৪৯.৮ স্কোর করে সোনা জিতেন তুরস্কের ওমর আকগুনের।
সকালে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশের দুই শুটার। রাব্বি ৬২৪ স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হয়ে শুট-অফে পৌঁছান। কমনওয়েলথ গেমসে রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ৬২০.৩ স্কোর করে শুট-অফে গিয়েছিলেন ষষ্ঠ হয়ে। কিন্তু শেষ পর্যন্ত পঞ্চম হয়েই সন্তুষ্ঠ থাকতে হলো বাকিকে।
এদিকে, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদকের লড়াইয়ে আছেন সৈয়দা আতকিয়া হাসান দিশা। তিনি বাছাইপর্বে ৪১০.৪০ স্কোর করে ষষ্ঠ হয়ে উঠেছেন শুট-অফে। সাঁতারে বাছাইপর্বে মেয়েদের ৫০ মিটার ব্রেস্ট স্টোকে মাহফুজা খাতুন শিলা সেমিফাইনালে উঠেছেন। ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিচ্ছে ৫৪টি মুসলিম দেশের ৩ হাজার অ্যাথলেট। এবারের আসরে বাংলাদেশ আটটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে।
গ্রন্থনা: কবির, সম্পাদনা: জাই