Saturday, November 18th, 2017
‘একজন মা এতটা কেয়ারলেস কীভাবে হয়, আমি অবাক, স্তব্ধ’
November 18th, 2017 at 4:56 pm
‘একজন মা এতটা কেয়ারলেস কীভাবে হয়, আমি অবাক, স্তব্ধ’

ঢাকা: ‘শেলী বলেছে বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়ে কলকাতায় চিকিৎসা নিতে গেছে।আমাদের দেশে কি হাসপাতাল নেই, যেখানে তার চিকিৎসা করাতে পারবে। আর যদি যেতেই হয় তা হলে ছেলেকে নিয়ে যেতে বা আমার বাসায় রেখে যেতে পারত। একজন মা এতটা কেয়ারলেস কীভাবে হয়, আমি অবাক, স্তব্ধ।’ কথা গুলো বলছিলেন নায়ক শাকিব খান।

থাইল্যান্ড থেকে দেশে ফিরে ছেলেকে দেখতে গিয়ে ফেরত এসেছেন শাকিব খান। কারণ, অপু বিশ্বাসের বাসা তালাবদ্ধ ছিল। গৃহপরিচারিকার কাছে তিনি জানতে পান অপু চিকিৎসা নিতে কলকাতায় গেছেন। এমতাবস্থায় ছেলের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করছেন শাকিব খান।

শাকিব খান বলেন,‘গতকাল সকালে দেশে ফিরে বাসায় যাই। দুপুরের দিকে শুনতে পাই আমার ছেলে তালাবদ্ধ। সন্ধ্যার পর আমি নিজেই ছেলেকে দেখতে যাই। বারবার দরজায় নক করার পর ভেতর থেকে আমার সঙ্গে কথা বলে শেলী নামের একজন কাজের লোক। দরজা খুলতে বলা হলে সে জানায় তার কাছে চাবি নেই। শুনার পর থেকে আমি নিজেই অসুস্থবোধ করি। আমার সন্তান ঘরের ভেতর আর বাইরে দিয়ে তালা। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে কী হবে আমার ছেলের।’

শঙ্কা প্রকাশ করে শাকিব খান বলেন, ‘ঢাকা শহরে আমরা আসলে কতটা নিরাপদ, যেখানে সামান্য কারণে দুর্ঘটনা ঘটে। এখন যদি কোনো খারাপ কিছু হয়, তা হলে কী হবে বিষয়টা। যদি কোনো কাজে বাইরে যেতেই হয়, তা হলে আমার বাসায়, আমার বাবা-মায়ের কাছে ছেলেকে সে রেখে যেতে পারত। আমি সারারাত ঘুমাতে পারিনি। মোবাইল ফোনে সব সময় শেলীর সঙ্গে কথা বলে খোঁজখবর নিচ্ছি। আবার নিকেতন হাউজিংয়ের সঙ্গে কথা বলছি, যেন তালা খুলে ছেলেকে বাইরে আনা যায়। আমি বিষয়টা একেবারেই মেনে নিতে পারছি না।’

শাকিব খান আরো বলেন, ‘ শাকিব খান বলেন, ‘আমি বিষয়টি নিকেতন সোসাইটির কমিটিকে জানিয়েছি, উনারা অপুর সাথে যোগাযোগের চেষ্টা করছেন। এখনই বাসার তালা ভাঙ্গতে আমাকে না করেছেন। প্রয়োজন হলে উনারাই পুলিশের সাথে যোগযোগ করবেন বলেছেন।’

এদিকে বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বেশ কিছুদিন  ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব-অপু দম্পতির বিচ্ছেদের বিষয়টি। এরমাঝেই আবার নতুন মোড় নিল তাদের।

 


সর্বশেষ

আরও খবর

না ফেরার দেশে অভিনেতা নিরাজ ভোরা

না ফেরার দেশে অভিনেতা নিরাজ ভোরা


দীর্ঘ জল্পনা শেষে বিরাট-আনুশকার বিয়ে

দীর্ঘ জল্পনা শেষে বিরাট-আনুশকার বিয়ে


সৌদিতে দেখা মিলবে সিনেমা

সৌদিতে দেখা মিলবে সিনেমা


হয়ত শাকিব অপুও থাকবে না

হয়ত শাকিব অপুও থাকবে না


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১২ জানুয়ারি শুরু

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১২ জানুয়ারি শুরু


ফরিদ আহমেদ ফিচারিং শাহানাজ বাবু

ফরিদ আহমেদ ফিচারিং শাহানাজ বাবু


অপুর অনুরোধ

অপুর অনুরোধ


বিচ্ছেদের বিষয় সত্য বলে জানালেন শাকিব খান

বিচ্ছেদের বিষয় সত্য বলে জানালেন শাকিব খান


প্রয়াত শশী কাপূর

প্রয়াত শশী কাপূর


অপুকে ডিভোর্স লেটার পাঠালেন শাকিব খান!

অপুকে ডিভোর্স লেটার পাঠালেন শাকিব খান!