
স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনের পর নেলসনেও হার বরণ করে নিতে হলো পাকিস্তানকে। আগের ম্যাচের মতো মঙ্গলবারও বৃষ্টি বাগড়া দেওয়া ম্যাচটিতে ডাকওয়ার্থ লুইস ম্যাথডে পাকিস্তান হারে ৮ উইকেটে।
এদিন টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকদের ২৪৭ রানের লক্ষ্য দেয় সরফরাজ আহমেদের দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৪ ওভারে ২ উইকটে ৬৪ রান করার পর নামে বৃষ্টি। বৃষ্টির পর খেলা শুরু হলে নিউজিল্যান্ডের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১ রানের। যা দলটি পেরিয়ে যায় ৮ উইকেট ও ৭ বল হাতে রেখেই।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল কিউইরা। মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারের তৃতীয় বলেই ফিরে যান কলিন মুনরো। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলাম মার্টিন গাপটিল। উইলিয়ামসন ১৯ রান করে ফিরেন। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনকে দ্রুত ফেরায় পাকিস্তান। ফাহিম আশরাফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিউ জিল্যান্ড অধিনায়কের দুর্দান্ত ক্যাচ নেন শাদাব। তবে তৃতীয় উইকেট জুটিতে রস টেলর ও গাপটিল মিলে দারুণভাবেই এগুতে থাকেন।
টেইলরকে নিয়ে গাপটিলের ইনিংস মেরামত প্রচেষ্টার মাঝেই নামে বৃষ্টি। আবার খেলা শুরু হলে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে দলকে সহজ জয় এনে দেন দুই জনে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৪.২ ওভারে গাপটিল-টেইলর গড়েন ১০৪ রানের জুটি। ৭১ বলে পাঁচটি করে ছক্কা চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা গাপটিল। ৪৩ বলে চারটি চারে ৪৫ রানের কার্যকর এক ইনিংস খেলেন টেইলর।
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল
পাঁচ ম্যাচ সিরিজের ২-০ তে এগিয়ে এখন কিউইরা। আগামী শনিবার ডানেডিনে হবে তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২৪৬/৯ (আজহার ৬, ইমাম ২, বাবর ১০, হাফিজ ৬০, মালিক ২৭, সরফরাজ ৩, শাদাব ৫২, ফাহিম ৭, হাসান ৫১, আমির ৮*, রাইস ৬*; সাউদি ২/৫৭, বোল্ট ১/৫৪, স্যান্টনার ১/৩৪, ফার্গুসন ৩/৩৯, অ্যাস্টল ২/৫০, মানরো ০/১১)
নিউ জিল্যান্ড: (২৫ ওভারে লক্ষ্য ১৫১) ২৩.৫ ওভারে ১৫১/২ (গাপটিল ৮৬*, মানরো ০, উইলিয়ামসন ১৯, টেইলর ৪৫*; আমির ১/১৮, রাইস ০/৩৭, ফাহিম ১/৩০, হাসান ০/৩৭, শাদাব ০/২৯)
সম্পাদনা: এম কে রায়হান