Tuesday, March 7th, 2017
জীবনানন্দ আর রবীন্দ্রনাথ লইয়া
March 7th, 2017 at 10:00 am
জীবনানন্দ আর রবীন্দ্রনাথ লইয়া

আবু তাহের তারেক: জীবনানন্দ ত কম অনুবাদ হয়নি। তবু কেন তিনি পশ্চিমের মন পাইলেন না? তুলনায় ঠাকুর ত ব্যাপক খ্যাতি পাইছেন বাইরে।

ভাবি কি, জীবনানন্দ দাশের নাড়ি গাঁড়া পশ্চিমে। যতই বাংলা আসুক তার লেখায়, দাশের শাঁসটা ওখানকার। জীবনানন্দ দাশ তাই বাংলার বাইরে নয়া কোন ঢেউ তুলতে পারলেন না।

রবি ঠাকুর কোথাও ভারতবর্ষরে, কোথাও বাংলারে বসাইতে পারছেন তার লেখায়। রিয়ালিস্ট না হইলেও—ভাবে, ম্যানারিজমে।

রূপসী বাংলা কিন্তু দাশের ম্যাগনাম অপাস না। এছাড়া, দাশে ব্যাপকহারে মিনিমালিস্ট প্রচেষ্টা দেখি আমরা। দেখি স্থানরে ছড়াইয়া, ইউনিভার্সালিটির অভিমুখী তিনি। এই ইউনিভার্সের ভরকেন্দ্র পশ্চিম (পশ্চিম বাংলা না)।

‘তবুও মাঝরাতে মানুষ তার নৃমুন্ডের হেঁয়ালিকে আঘাত করিবে কোনখানে’ টাইপের কথাবার্তাই আমরা দাশের কাছ থাকি শুনতে ভালা পাই।

দাশে ফ্রয়েড খালি নামেই আসেন—রূপেও আসেন; আসেন আরো আরো পশ্চিম।

তো, ঠাকুর তার পশ্চিমা গন্ধ থুড়া উৎরাইছেন স্থানিকতার চর্চা কইরা। বাইরের দুনিয়া ঠাকুরে ইন্ডিয়ার ঘ্রাণ পায়। ঠাকুরের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, কিছুটা হইলেও ট্রাডিশনরে লইয়া বাড় পাইছে। কই কি, এই বাংলায় ঠাকুরের দরকার ফুরাইতনায়। আইজ দাশের রাজত্ব হইলেও, কাইল আবার ঠাকুরের নয়া জনম হইব।

দাশের সেরা দশটা কবিতা থাকলে, ঠাকুরেরও সেরা দশটা কবিতা আছে।

দাশ পইড়া ফেনা তুলছি একসময়। এখন থুড়া হেরান অইয়া, জিরান লইতে গিয়া দেখি—দাশ অত ইউনিক না।

বোদলেয়ার আছেন। ইয়েটস আছেন। পেসোয়া আছেন। আরো কতই ত আছেন আমরার সাধের ইওরোপে। এরা কিন্তু দাশরে একোমডেইট করতে পারেন। কইরাও, এরা আরো আলাদা কিছু দিবার পারেন।

ঠাকুর ভি আর দশজন ইউরোপীয় রোমান্টিক কবির লগেরই একজন। আনকা কিছু না। হেতে তবু থুড়া থুড়া এই বংগেরও, তার শাঁসে। ভাবতেছি, ঠাকুর এই ক্ষেত্রে দাশ থাকি আগাইয়া।

ঠাকুর আর দাশ হইলেন আমরার দুই ইউরোপ। কলোনির টাইমে জন্ম লওয়া আমরার দুই বড় সাহিত্যিক।

বাংলার লাগি খুব বড় আর ইউরোপের লাগি সাধারণ এই দুই লেখক বাংলায় ইউরোপায়ন ঘটাইছেন খুব। তাতে খুশিও আমরা।

লেকিন, কলোনির টাইমের দাশ আর ঠাকুরদের উদ্ভবরে রেঁনেসা কইমু নি আমরা?

নাকি বাংলার রেঁনেসা কলোনির আগেই হইয়া গেছে, চৈতন্যদের কালে? না, এখনো হইতে বাকী?

অথবা, রেঁনেসা লইয়াই অত ভাবনার কি আছে!

লেখক: কবি, অনুবাদক, সমালোচক।


সর্বশেষ

আরও খবর

যে শহর শূ্ন্যতার

যে শহর শূ্ন্যতার


ঠিকাদারি!

ঠিকাদারি!


বুড়ো সেলিব্রেটির ঘাড়ে মিউজ

বুড়ো সেলিব্রেটির ঘাড়ে মিউজ


মধু-ফাঁদের খোয়ারি

মধু-ফাঁদের খোয়ারি


যতদিন পৃথিবী থাকবে ততদিন মশা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

যতদিন পৃথিবী থাকবে ততদিন মশা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী


কাক সরিয়ে মহানগরীর দখল নিয়েছে মশা

কাক সরিয়ে মহানগরীর দখল নিয়েছে মশা


কথাসাহিত্যিক শওকত আলী আর নেই

কথাসাহিত্যিক শওকত আলী আর নেই


‘জসীম উদ্দীন’ পুরস্কার দেবে বাংলা একাডেমি

‘জসীম উদ্দীন’ পুরস্কার দেবে বাংলা একাডেমি


ফিরে ফিরে আসার গল্প

ফিরে ফিরে আসার গল্প


কবি শামসুর রাহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

কবি শামসুর রাহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত