Wednesday, August 23rd, 2017
টম ক্রুজের আগে যারা
August 23rd, 2017 at 5:33 pm
টম ক্রুজের আগে যারা

ডেস্ক: প্রত্যেক বছরের মতো এবছরও ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করল উপার্জনের নিরিখে বিশ্বের সেরা কুড়ি অভিনেতার তালিকা। প্রত্যেকবারই এই তালিকায় থাকেন ভারতের বেশ কয়েকজন অভিনেতা। গত এক বছরে উপার্জনের নিরিখে বিশ্বের প্রথম দশজন তারকার মধ্যে এ বছর জায়গা করে নিলেন শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমার। তবে আশ্চর্যভাবে এই তালিকায় নাম নেই আমির খানের। যার ছবি ‘দঙ্গল’ এ বছর সবচেয়ে বেশি ব্যবসা করেছে বক্স অফিসে। এই নিয়ে তিনবার এই তালিকায় দেখা গেল শাহরুখ, সালমান ও অক্ষয়ের নাম। সেরা দশের লিস্টে এবছর এই তিন তারকার নাম রয়েছে শেষ তিনে অন্যদিকে গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন অমিতাভ বচ্চন।

ভারতের এই মুহূর্তের সবচেয়ে দামী অভিনেতা শাহরুখ খান। সেরা কুড়ির তালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে। গত বছরও এই একই স্থানে ছিলেন কিংখান। তবে বেড়েছে তার উপার্জন। ২০১৬ তে তার বছরে পারিশ্রমিক ছিল ৩ কোটি ৩০ লাখ ডলার যা বেড়ে ২০১৭-তে হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। ‘রইস’ ও ‘জব হ্যারি মেট সেজল’ বক্স অফিসে ব্যর্থ হলেও শাহরুখের উপার্জন প্রায় চমকে দিয়েছে তার ফ্যানেদের।

শাহরুখের ঠিক পরেই নবম স্থানে রয়েছেন সালমান খান। গত বছরের ১৪তম স্থান থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছেন সল্লু মিঞা। তার ‘টিউবলাইট’ বক্স অফিসে আলো কামাল দেখাতে না পারলেও এ বছর তিনি ঘরে তুলেছেন ৩ কোটি ৭০ লাখ ডলার। ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসাবে তার পারিশ্রমিক সর্বাধিক।

অন্যদিকে খানদের পাশাপাশি এই তালিকায় দশম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। সারা বছরে তার উপার্জন ৩ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। তার পারিশ্রমিক এর থেকে বেশি হলেও চমক লাগার কথা নয় কারণ এ বছরের রিপোর্ট বলছে, তিনিই একমাত্র এ বছর বক্স অফিসের নিরিখে সফল অভিনেতা।

সেরা কুড়ির তালিকায় প্রথম স্থান নিয়েছেন হলিউডের সুপারস্টার মার্ক ওয়ালবার্গ। যার সারা বছরের পারিশ্রমিক ৬ কোটি ৮০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে ডোয়েন জনসন ও তৃতীয় স্থানে রয়েছেন ভিন ডিজেল। এছাড়াও সেরা পাঁচে রয়েছেন জ্যাকি চ্যাং।

গ্রন্থনা ও সম্পাদনা: জাই


সর্বশেষ

আরও খবর

‘টিকলী’র যাত্রা শুরু

‘টিকলী’র যাত্রা শুরু


চিরনিদ্রায় শাম্মী আখতার

চিরনিদ্রায় শাম্মী আখতার


বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই

বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই


‘বিগ বস ১১’সেরা শিল্পা

‘বিগ বস ১১’সেরা শিল্পা


‘মিস্টার বাংলাদেশ’র বিদ্রোহী পোস্টার

‘মিস্টার বাংলাদেশ’র বিদ্রোহী পোস্টার


ক্যানসারে আক্রান্ত ফুয়াদ

ক্যানসারে আক্রান্ত ফুয়াদ


সড়ক দুর্ঘটনায় নকুল কুমারের দুই সহশিল্পী নিহত

সড়ক দুর্ঘটনায় নকুল কুমারের দুই সহশিল্পী নিহত


আজ উন্নয়ন ও সাফল্য উদ্যাপনী কনসার্ট

আজ উন্নয়ন ও সাফল্য উদ্যাপনী কনসার্ট


ইন্দিরা গান্ধী রুপালি পর্দায়!

ইন্দিরা গান্ধী রুপালি পর্দায়!


না ফেরার দেশে অভিনেতা সিরাজ হায়দার

না ফেরার দেশে অভিনেতা সিরাজ হায়দার