
ঢাকা: বিএফডিসিতে শুভ মহরত অনুষ্ঠিত হলো আকাশ আচার্য্য পরিচালিত ‘টিকলী’ সিনেমার। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ছবির সনামধন্য পরিচালক বদিউল আলম খোকন। পরিচালক শাহীন সুমনসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।
বদিউল আলম খোকন টিকলী সিনেমার শুভ সূচনা ঘোষণা করে বলেন, ‘আমি টিকলী সিনেমার গল্পটি পড়েছি। অনেক সুন্দর গল্প। টিকলী সিনেমার সাফল্য কামনা করছি। এই সিনেমায় নতুন মুখ দর্শক দেখতে পাবেন। বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এবং সবাই বাংলাদেশি চলচ্চিত্র দেখবেন।’
পরিচালক আকাশ আচার্য্য বলেন, ‘আমি চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করার। এবারের টিকলী সিনেমাতেও দর্শক ব্যতিক্রম কাহিনী দেখতে পাবেন।’
নবাগত চিত্রনায়ক আরেফিন সোহাগ বলেন, ‘প্রথম ধন্যবাদ আকাশ দাদাকে। টিকলী একটি ভিন্ন গল্প। আমি আশা করি আমাদের সকলের চেষ্টার টিকলী অনেক সুন্দর এবং দর্শক প্রিয় একটি সিনেমা হবে।’
চিত্র নায়িকা মিথিলা বলেন, ‘এই প্রথম বড় পর্দায় আমি কাজ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
অভিনেত্রী পাপিয়া বলেন, ‘আমি যখন গল্পটা শুনেছি অনেক ভালো লেগেছে। সত্যিই দর্শক নতুন কিছু দেখতে পাবেন।টিকলী’র গল্পে দেখা যাবে দুটি হিন্দু পরিবারের মধ্যে বৈষম্যের ভেদাভেদ। দুটি উঁচু নিচু পরিবারের ছেলে মেয়েদের প্রেমের গল্প।’
এই ছবিতে সোহাগ ও মিথিলা ছাড়াও আরো অভিনয় করছেন, রিপন গাজী, পাপিয়া, অধরা, বরদা মিঠু, অলকা সরকার, শিমুল খান, জ্যাকিসহ আরো অনেকে।