Sunday, December 3rd, 2017
ডলারের দাম বাড়ায় রেমিটেন্স বেড়েছে
December 3rd, 2017 at 9:11 pm
ডলারের দাম বাড়ায় রেমিটেন্স বেড়েছে

ঢাকা: আবারও বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। দেশে ডলারে দাম বাড়ায় এই রেমিটেন্স বেড়েছে। প্রবাসীরা নভেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন ১২১ কোটি ৪৭ লাখ ডলার। এর আগে অক্টোবরে পাঠিয়েছেন ১১৫ কোটি ৯০ লাখ ডলার। এই হিসাবে নভেম্বরে বেড়েছে পাঁচ কোটি ৫৭ লাখ ডলার। জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডলারের দাম ছিল ৮০ টাকা। আর নভেম্বরে এসে সেই ডলারের মূল্য দাঁড়িয়েছে ৮২ টাকায়।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

অবশ্য তিন মাস আগেও রেমিটেন্স নিয়ে উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ব্যাংক। কারণ, গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮৫ কোটি ৬৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। মাস হিসেবে বিগত সাড়ে পাঁচ বছরের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের নভেম্বর মাসে একক মাস হিসেবে আগের পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স আসে।

এদিকে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) রেমিটেন্স আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। এই পাঁচ মাসে দেশে ৫৭৬ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্নমুখী উদ্যোগের কারণে গত অক্টোবর মাসে ১১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা, যা গত সেপ্টেম্বর মাসের চেয়ে ৩০ কোটি ৩০ লাখ ডলার বেশি। আর ২০১৬ সালের অক্টোবরের চেয়ে ১৪ কোটি ৮১ লাখ ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, নভেম্বর মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দু’টির মাধ্যমে এসেছে ৯৮ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে নভেম্বর ৯২ কোটি এক লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে দেড় কোটি ডলার।

এর আগে রেমিটেন্স বাড়াতে মাশুল না নেওয়াসহ নানা ঘোষণাও দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকও প্রবাসীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি অবৈধ মোবাইল ব্যাংকিং বন্ধে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ। সর্বশেষ হুন্ডি রোধে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপ করা হয়। গত ১৪ সেপ্টেম্বর হুন্ডির মাধ্যমে রেমিটেন্স বিতরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোবাইল ব্যাংকিং বিকাশের দুই হাজার ৮৮৭ জন এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাংকিং চ্যানেলে ৫৭৬ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এর মধ্যে প্রথম মাস জুলাইয়ে এসেছে ১১৫ কোটি ৫৫ লাখ ডলার। দ্বিতীয় মাস আগস্টে ১৪১ কোটি ৮৬ লাখ ডলার পাঠান প্রবাসীরা। সেপ্টেম্বরে পাঠিয়েছেন ৮৫ কোটি ৬৮ লাখ ডলার, অক্টোবরে পাঠিয়েছেন ১১৫ কোটি ৯০ লাখ ডলার ও নভেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন ১২১ কোটি ৪৭ লাখ ডলার।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ (১৫ দশমিক ৩১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স আসে। এরপর প্রতিবছরই রেমিটেন্স কমে যেতে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে আড়াই শতাংশ কমে গিয়ে রেমিটেন্স আসে এক হাজার ৪৯৩ কোটি ডলার। গত অর্থবছরে (২০১৬-১৭) তা সাড়ে ১৪ শতাংশ কমে আসে এক হাজার ২৭৭ কোটি ডলার, যা ছিল আগের ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

প্রসঙ্গত, বাংলাদেশের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখে প্রবাসীদের পাঠানো এই বৈদেশিক মুদ্রা।

প্রকাশ: ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

চীন ও ভারতের গহনার দাপটে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহি ভাকুর্তার গহনা শিল্প

চীন ও ভারতের গহনার দাপটে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহি ভাকুর্তার গহনা শিল্প


ফের কমলো স্বর্ণের দাম

ফের কমলো স্বর্ণের দাম


ভল্টের স্বর্ণ হেরফের হয়নি: বাংলাদেশ ব্যাংক

ভল্টের স্বর্ণ হেরফের হয়নি: বাংলাদেশ ব্যাংক


কমলো সোনার দাম

কমলো সোনার দাম


রাজস্ব জালে সোয়া ৫ লাখ নতুন করদাতা

রাজস্ব জালে সোয়া ৫ লাখ নতুন করদাতা


করের আওতায় আসছে সিএনজি-থ্রি হুইলার্স

করের আওতায় আসছে সিএনজি-থ্রি হুইলার্স


এক হালি ইলিশের দাম ১৩ হাজার টাকা!

এক হালি ইলিশের দাম ১৩ হাজার টাকা!


সোনালী ব্যাংক আদর্শ ব্যাংকে পরিণত হবে: মুহিত

সোনালী ব্যাংক আদর্শ ব্যাংকে পরিণত হবে: মুহিত


রাজধানীতে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ৩১ জানুয়ারি

রাজধানীতে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ৩১ জানুয়ারি


নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হতে পারে

নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হতে পারে