Friday, July 21st, 2017
বোল্টের শেষ দৌড় লন্ডনে
July 21st, 2017 at 12:32 pm
বোল্টের শেষ দৌড় লন্ডনে

স্পোর্টস ডেস্ক: আটটি অলিম্পিক স্বর্ণপদকের মালিক তিনি, সঙ্গে আছে ১১টি বৈশ্বিক স্বর্ণপদক। ১০০ মিটার, ২০০ মিটার বা ৪ গুণিতক ১০০ মিটারের ট্র্যাকে তিনি যখন দৌড়াতে নামেন, তখন দৌড়ের বিজয়ী কে হবেন সেটা নিয়ে অনেকেই একরকম নিশ্চিত হয়ে যান। গত বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত অলিম্পিকেই ঘোষণা দিয়েছিলেন, অলিম্পিক ট্র্যাকে আর দেখা যাবে না।

এবার জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট জানালেন, আগামী মাসের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটাই হবে তার শেষ ইভেন্ট। আগস্টের ৪ তারিখ শুরু হয়ে ১৩ তারিখ পর্যন্ত চলবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। বুধবার মোনাকোতে ডায়মন্ড লীগ ইভেন্টের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোল্ট বলেন, ‘আমার লক্ষ্য, লন্ডনে যাতে জিততে পারি। জয় সঙ্গী করেই অবসরে যেতে চাই।’

ডায়মন্ড লীগে আজ ১০০ মিটার দৌড়ে শিরোপা জয়ে লক্ষ্যে ট্র্যাকে নামবেন বোল্ট। জানালেন, ২০০ মিটারে নিজের বৈশ্বিক শিরোপাটা ধরে রাখতে এবার আর ট্র্যাকে নামবেন না তিনি। মানে হচ্ছে, দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিয়ে কার্কের বিপক্ষে দৌড়াবেন না তিনি। কারণ হিসেবে নিজের বয়সের ব্যাপারটাকেই সামনে আনলেন ৩০ বছয় বয়সী বোল্ট, ‘আমি কখনোই ভয় পাইনি। আমি প্রতিযোগিতা করতেই ভালোবাসি, এটা আমার জীবনের অংশ। কিন্তু এখন আসলে অনেক দেরি হয়ে গেছে। আমি আমার ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।’

ক্যারিয়ারের শেষ ইভেন্টের জন্য প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিচ্ছেন বলে জানালেন জ্যামাইকার এই গতিদানব। বললেন, ‘খুব ভালো অনুশীলন হচ্ছে। কিছুদিনের মধ্যে এখন আমার শারীরিক অবস্থা সবচেয়ে ভালো। এটা একটা ভালো লক্ষণ।’

তিনি বলেন, ট্র্যাকে নেমে আর খুব বেশি কিছু পাওয়ার নেই তার, ‘এই খেলাটায় আমার যা যা করা সম্ভব ছিল, সবই করেছি। চারবার অলিম্পিক শিরোপাজয়ী আমেরিকান গ্রেট মাইকেল জনসন যখন অবসর নেন, আমি খুব অবাক হয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তিনি অবসর নিলেন। তিনি আমাকে উত্তর দিয়েছিলেন, তিনি যা যা চেয়েছিলেন সবই পেয়ে গেছেন। আমার নিজেরও এখন সেটাই মনে হচ্ছে।’

অবসরের পরও অ্যাথলেটিকসের সঙ্গেই যুক্ত থাকবেন জানিয়ে বোল্ট বলেন, ‘আমার সামনে অনেক পথ খোলা আছে। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, আমি যাই করি না কেন, খেলাটার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকার সব চেষ্টা করব। একজন চ্যাম্পিয়ন হতে গেলে কী কী ব্যাপার নিজের মধ্যে থাকা দরকার তরুণ অ্যাথলেটদের, আমি এটা শেখাতে চাই।’

প্রকাশ: ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

চকরিয়ায় লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

চকরিয়ায় লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


কোটা সংস্কার চেয়ে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার চেয়ে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ


নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৫

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৫


অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার: কাদের

অক্টোবরের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার: কাদের


জামিন পেলেন না আলোকচিত্রী শহিদুল আলম

জামিন পেলেন না আলোকচিত্রী শহিদুল আলম


ঢাকা; মৃত জোনাকির থমথমে চোখ

ঢাকা; মৃত জোনাকির থমথমে চোখ


আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন


বিএনপির মানববন্ধন থেকে ফেরার পথে আটক অর্ধশতাধিক

বিএনপির মানববন্ধন থেকে ফেরার পথে আটক অর্ধশতাধিক


৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল: ইসি সচিব

৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল: ইসি সচিব