Sunday, April 16th, 2017
ভুয়া আইডি বন্ধ করছে ফেসবুক: তারানা হালিম
April 16th, 2017 at 8:06 pm
ভুয়া আইডি বন্ধ করছে ফেসবুক: তারানা হালিম

ঢাকা: বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ (ভিআইপি) ব্যক্তিদের নামে খোলা ভুয়া পেইজের পাশাপাশি ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েই বাংলাদেশের ভুয়া পেইজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।

শনিবার সকালে হঠাৎ করেই বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের আইডি বন্ধ পান এবং তা সচল করতে গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হয় এমনই খবর প্রকাশ হয় গণমাধ্যমে।

সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে দেশে ফিরে গত ১০ এপ্রিল টেলিযোগাযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, ‘ভিআইপিদের নামে খোলা ভুয়া আইডিগুলো বন্ধের জন্য তালিকা দেওয়া হবে। সংসদ সদস্য ও ভিআইপিদের পেইজগুলো ভেরিফায়েড হয়ে গেলে তাদের নামে থাকা অন্য পেইজগুলো ভুয়া হিসেবে চিহ্নিত হবে।

সেই তালিকা ফেসবুকের কাছে পাঠনো হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের এখান থেকে পাওয়া ভিআইপিদের বিভিন্ন ফেইক আইডিগুলোর তালিকা আমরা পাঠিয়ে দিয়েছি, ওগুলো বন্ধের কাজ চলছে।’

ওই তালিকায় থাকা ফেইক আইডির সংখ্যা অনেক বলেও জানান তারানা হালিম। তিনি বলেন, ‘সব ফেক আইডি আমরা নিজেরাও জানি না। বাকিগুলো ওরা নিজ উদ্যোগে বন্ধ করছে। আমরা বলেছি অন্য ফেক আইডিগুলোও দেখতে হবে।

আপত্তিকর কনটেন্ট আপলোড করার কারণে গত ১৪ এপ্রিল থেকে কিছু ফেসবুক আইডি বন্ধ করা শুরুও করেছে কর্তৃপক্ষ। একইসাথে বাংলাদেশেও অনেক ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা (বন্ধ) নেওয়া শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

গত ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুকের ম্যানেজার ট্রাস্ট অ্যান্ড সেফটির (সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া) সঙ্গে বৈঠক করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পাবলিক পলিসি ডিরেক্টর (ইন্ডিয়া, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া)। ওই বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের ফেসবুক আইডি ভেরিফায়েড করে দেওয়ার জন্যও সমঝোতা হয়।

প্রকাশ: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

বরিশাল নগরীতেও জ্বলবে সোলার ও এলইডি লাইট

বরিশাল নগরীতেও জ্বলবে সোলার ও এলইডি লাইট


ঈদে বরিশাল-ঢাকা রুটে চলবে ৩০টি লঞ্চ

ঈদে বরিশাল-ঢাকা রুটে চলবে ৩০টি লঞ্চ


২১ আগস্ট আ’লীগের পরিকল্পিত: রিজভী

২১ আগস্ট আ’লীগের পরিকল্পিত: রিজভী


ঢাবির হলে ছাত্রীদের অশালীন পোশাক নয়

ঢাবির হলে ছাত্রীদের অশালীন পোশাক নয়


নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ


চীনে টাইফুন হাতোর আঘাতে ১২ জনের মৃত্যু

চীনে টাইফুন হাতোর আঘাতে ১২ জনের মৃত্যু


ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তা বরখাস্ত

ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তা বরখাস্ত


ট্রাম্প পেছনে দাঁড়ানোয় গা শিরশির করছিল: হিলারি

ট্রাম্প পেছনে দাঁড়ানোয় গা শিরশির করছিল: হিলারি


তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ


নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত