
ঢাকা: মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। রাস্তায় হাটতে হাটতে মোবাইলে কথা বলতে বলতে বাসের নিচে চাপা পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। এবার এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে বাড়ির ছাদে উঠে মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু।
বুধবার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ৪তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে স্বপন সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়।
সে বরিশালের মুলাদি উপজেলার উত্তর তেরোচর গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র। পরিবারের সাথে সে মিরপুরের শেওড়াপাড়ায় বসবাস করতো। ৩ ভাই ৩ বোনের মধ্যে স্বপন সবার ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত স্বপন বাড়ির ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো। এ সময় সে মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে ওই বাড়ির লোকজন ও এলাকাবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্বপন সরদারের বড় ভাই সাগর সরদার জানান, মাঝে মধ্যেই স্বপন পূর্ব শেওড়াপাড়ার একটি ৪ তলা ভবনের ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতো। স্বপন স্থানীয় সালাউদ্দিন স্কুলে নবম শ্রেণিতে থাকা অবস্থায় পড়ালেখা ছেড়ে দেয়। এরপর আর কিছু করতো না সে।
মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) অহেদুজ্জামান খান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই