
স্পোর্টস ডেস্ক: চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে রূপার পর এবার সোনার আনন্দে ভাসল বাংলাদেশ। রোববার শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। গেমসের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে এই গৌরব এনে দিয়েছেন শুটার আবদুল্লাহ হেল বাকী ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি। এর আগে শনিবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপা জিতেছেন রাব্বী হাসান মুন্না।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আসরে আবদুল্লাহ হেল বাকী ও সৈয়দা আতকিয়া ইরানের খেদমতি-নুরুজিয়ান জুটিকে ৫-১ পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের ওমর-সীমানুর জুটি। শনিবার ১০ মিটার এয়ার রাইফেলের ব্যাক্তিগত ইভেন্টেও পদক জয়ের লড়াইয়ে উঠেছিলেন আবদুল্লাহ হেল বাকী ও সৈয়দা আতকিয়া। ব্যাক্তিগত ইভেন্টে আবদুল্লাহ হেল বাকী পঞ্চম ও সৈয়দা আতকিয়া ষষ্ঠ হন।
ইসলামিক সলিডারিটি গেমসে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসরে। সেবার আর্চারিতে একটি রূপা ও তায়কোয়ানদোতে একটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০১০ সালে দ্বিতীয় সলিডারিটি গেমসটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ২০০৫ সালে সৌদি আরবে অনুষ্ঠিত আসর থেকে খালি হাতে ফিরেছিল বাংলাদেশ।
প্রকাশ: ইয়াসিন