Friday, April 21st, 2017
লাকী আখন্দের জানাজা আরমানিটোলায়
April 21st, 2017 at 9:51 pm
লাকী আখন্দের জানাজা আরমানিটোলায়

ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলা মাঠে শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে লাকী আখন্দের প্রথম জানাজা অনুুষ্ঠিত হবে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাত ৯টার দিকে লাকী আখন্দের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ডা. রুবায়েত রহমান জানান, রাতে মরদেহ রাখা হবে শাহবাগের বারডেম হাসপাতালের হিমঘরে। এরপর শনিবার সকাল ১০টার দিকে আরমানিটোলা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, লাকী আখন্দ দেশের অন্যতম সংগীত ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা। ফলে তার দাফন এবং জানাজার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই লাকী আখন্দের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কিংবা সরকারি উদ্যোগে বুদ্ধিজীবী গোরস্থানে তাকে সমাহিত করা হবে কিনা সে বিষয়ে তারা এখনও অবগত নন।

তবে সরকারের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত না এলে কাল জানাজা শেষে আজিমপুর গোরস্থানে লাকী আখন্দের মরদেহ দাফনের কথা জানিয়েছেন তিনি।

ডা. রুবায়েত রহমান আরও বলেন, লাকী আখন্দ জীবিত অবস্থায়ও রাষ্ট্রের কাছে কোনও কিছু দাবি করেননি। ফলে এখনও তার পরিবার রাষ্ট্রের কাছে এই বিষয়ে কোনও দাবি করছেন না। তবুও যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তাতেও তাদের আপত্তি থাকবে না। সংবাদ সম্মেলনে লাকী আখন্দের ছেলে দীপ তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সবার কাছে।

খবর: কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই

প্রসঙ্গত, টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। ২১ এপ্রিল দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার আগে দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর।

প্রকাশ: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

প্রেসিডেন্ট হওয়া অনেক সহজ: ট্রাম্প 

প্রেসিডেন্ট হওয়া অনেক সহজ: ট্রাম্প 


বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া


সরকারের অনুরোধ বাড়ছে ফেসবুকের কাছে

সরকারের অনুরোধ বাড়ছে ফেসবুকের কাছে


নৌ-পথ সংরক্ষণ সহায়ক ২০টি জলযান উদ্বোধন

নৌ-পথ সংরক্ষণ সহায়ক ২০টি জলযান উদ্বোধন


নৌপথে অস্ত্র আনার পরিকল্পনা ছিল নব্য জেএমবির

নৌপথে অস্ত্র আনার পরিকল্পনা ছিল নব্য জেএমবির


দোষারোপ করলে কোনো রাষ্ট্রই সঠিকভাবে চলে না

দোষারোপ করলে কোনো রাষ্ট্রই সঠিকভাবে চলে না


বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে, এবার করবে না: তোফায়েল

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে, এবার করবে না: তোফায়েল


মুন্নাকে ফাঁসাতেই অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকি

মুন্নাকে ফাঁসাতেই অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকি


লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন নয়: ফখরুল

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন নয়: ফখরুল


কাফরুলে ক্লাবে চাঁদাবাজি: ডিবির ১১ জনের শাস্তির সুপারিশ

কাফরুলে ক্লাবে চাঁদাবাজি: ডিবির ১১ জনের শাস্তির সুপারিশ