
নাটোর: জেলার লালপুরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে লালপুর-বাঘা সড়কের সীমান্তবর্তী বাদলিবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোশারফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
পুলিশ বলছে, দুপুর একটার দিকে ক্লাস শেষে মোটরসাইকেলে নিজ গ্রাম রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, হত্যার কারণ এখনো স্পষ্ট না। তবে ছিনতাইয়ের উদ্দেশে তাকে গুলি করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সব বিষয় সামনে রেখেই তদন্ত করা হবে।
প্রতিবেদক, সম্পাদনা: জাহিদ