
ডেস্ক: লিবিয়ার উপকূলে নৌকাডুবির ফলে অন্তত ১০০ জন নিখোঁজ শরণার্থীর মৃত্যুর আশংকা প্রকাশ করেছে দেশটির নৌবাহিনী। বুধবার লিবিয়ার নৌবাহিনী এই আশংকার কথা জানিয়েছে।
এছাড়া লিবিয়ার উপকূল থেকে উপকূল রক্ষীবাহিনী দুটি নৌকা থেকে অন্তত ২৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১৯ জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে। এদের বেশিরভাগই আফ্রিকান জাতিগোষ্ঠীর। এসব অভিবাসী উন্নত জীবন যাপনের আশায় নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছে।
লিবিয়ার উপকূল রক্ষীবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশিম জানান, ডুবে যাওয়া নৌকাটিতে শতাধিক অভিবাসী ছিলেন। গত মঙ্গলবার লিবিয়ার পূর্বাঞ্চলের খোমস শহরে এটি ডুবে যায়।
তিনি উল্লেখ করেন, উদ্ধারকারীরা নৌকার ধ্বংসাবশেষের সঙ্গে আটকে থাকা ১৭ জনকে জীবিত উদ্ধার করেছেন।
এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে বড় প্রাণঘাতী অঞ্চল হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি জানায়, গত বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে কেবল এই সাগরেই ৩ হাজার ১১৬ জন অভিবাসীর সলিল সমাধি ঘটে। সূত্র: আল জাজিরা
গ্রন্থনা: ফারহানা করিম