Monday, March 20th, 2017
শুরুতেই মৌসুমিকে টেক্কা দিলেন রিয়া
March 20th, 2017 at 6:48 pm
শুরুতেই মৌসুমিকে টেক্কা দিলেন রিয়া

ঢাকা: শোবিজ ভুবন নিয়ে সাধারণ মানুষ আগ্রহটা বরাবরই একটু বেশি। আর কেউ কেউ সেই শোবিজ ভুবনের নিজের নাম লিখাতে বেশ আগ্রহী হয়ে থাকেন। প্রতিনিয়তই মিডিয়াতে আসছে নতুন নতুন অনেক মুখ। কিন্তু কিছুদিন পরই হয়তো আর দেখা যায় না তাদের। আবার এর উল্টোটাও ঘটে। নিজের অবস্থা তৈরি করতে চেষ্টার কোনো কমতি রাখে না তারা। ঠিক তেমেনি একজন নবাগতা সানজানা রিয়া।

‘মনবাস’ টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো ছোট পর্দায় হাজির হচ্ছেন রিয়া। টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। রিয়া বলেন, ‘চলতি মাসে বাংলালিংকের একটি অনলাইন বিজ্ঞাপনের কাজ করেছি। এ কাজটি দেখে প্রযোজক নজরুল রাজ ভাই পরিচালক সাখাওয়াত মানিক ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। তিনিও আমার কাজ দেখে পছন্দ করেন। এরপর তাদের নাটকের বাজেট ও গল্প শুনে এমন সুযোগ হাত ছাড়া করিনি। এভাবেই টেলিফিল্মটির সঙ্গে যুক্তি হই।’

টেলিফিল্মের গল্প প্রসঙ্গে রিয়া বলেন, ‘মনবাস’ টেলিফিল্মে আমার চরিত্রের নাম মিথি। এতে আমাকে খুব শান্ত একটি চরিত্রে দেখা যাবে। আমি এক ছেলের সঙ্গে মেসেজ আদান-প্রদানের মাধ্যমে প্রেম করি। তাও তিন বছর। কখনো আমাদের দেখা হয় না। এভাবেই চলতে থাকে প্রেম। তিন বছর পর দেখা হয়। এরপর ঘটে বিভিন্ন ঘটনা। এভাবেই টেলিফিল্মটির গল্প এগিয়ে গেছে।’

শফিকুর রহমান শান্তর চিত্রনাট্যে এ টেলিফিল্মে সানজানা রিয়ার বিপরীতে অভিনয় করেছেন অর্পূব। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও জন।

রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ টেলিফিল্মটি সম্প্রতি উত্তরাসহ বেশ কয়েকটি লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী মাসে এটিএন বাংলায় টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানা গেছে।

প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: সজিব ঘোষ


সর্বশেষ

আরও খবর

বিরল নিউরোএন্ডোক্রাইন টিউমারে ভুগছেন ইরফান খান        

বিরল নিউরোএন্ডোক্রাইন টিউমারে ভুগছেন ইরফান খান       


শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ কার্যকর

শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ কার্যকর


শ্রীদেবীর মরদেহ হস্তান্তর

শ্রীদেবীর মরদেহ হস্তান্তর


শাহরুখ খানের ‘জিরো’ দিয়ে শেষ করলেন চার দশকের ক্যারিয়ার

শাহরুখ খানের ‘জিরো’ দিয়ে শেষ করলেন চার দশকের ক্যারিয়ার


সেই প্রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ

সেই প্রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ


সুপ্রিয়া দেবীর চরিত্রে জয়া আহসান

সুপ্রিয়া দেবীর চরিত্রে জয়া আহসান


চলে গেলেন গীতিকার ও চিত্রনাট্যকার কাজী আজিজ আহমেদ

চলে গেলেন গীতিকার ও চিত্রনাট্যকার কাজী আজিজ আহমেদ


যারা হলেন গ্র্যামি ২০১৮ জয়ী

যারা হলেন গ্র্যামি ২০১৮ জয়ী


চলে গেলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী

চলে গেলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী


নায়করাজ রাজ্জাকের ৭৭তম জন্মদিন মঙ্গলবার

নায়করাজ রাজ্জাকের ৭৭তম জন্মদিন মঙ্গলবার