Friday, April 21st, 2017
সারাদিন গ্যাসহীন মিরপুর
April 21st, 2017 at 6:28 pm
সারাদিন গ্যাসহীন মিরপুর

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত গ্যাস ছিল না। এতে চরম ভোগান্তিতে পড়ে যান মিরপুরবাসী। এর উপরে আবার ছুটির দিন থাকায় সংকট আরও চরম আকার ধারণ করে। গ্যাস না আসার ফলে অনেক বাসায় রান্না-বান্নাও হয়নি। ফলে, মানুষজন হোটেল থেকে খাবার কিনে খেয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মেট্রো রেল আর ওয়াসার খোঁড়াখুড়ির কাজ চলছে দুই মাস ধরে। তাদের কাজ শেষই হয় না। আর ভোগান্তিরও শেষ নেই। রাস্তা খোঁড়াখুড়ির কারণে চলাচলের সমস্যার সঙ্গে এখন গ্যাসের সমস্যাও যুক্ত হয়েছে।

মিরপুর-১ নম্বর এলাকার বাসিন্দা নাসিমা বেগম নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, গত ছয় মাস ধরেই রাত ৪টার দিকে গ্যাস আসে আর সকালে চলে যায়। দুপুরে ৩টার দিকে আবার গ্যাস আসে। সন্ধ্যা ৬টা না বাজতেই গ্যাস চলে যায়। সাধারণত গ্যাস না থাকার ঘোষণা আগে থেকে দেওয়ার কথা থাকলেও এখন ঘোষণাও দেওয়া হয় না। ঘোষণা দেওয়া হলে এমন ভোগান্তিতে পড়তে হত না।’

এদিকে তিতাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ জানান, ‘গ্যাস বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করার জন্য বলা হয়েছিল। কাজটি ঠিকভাবে করা হয়েছে কি না—তার খোঁজখবর নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পাঁচটি এলাকায় সংস্কারকাজের জন্য গতকাল (বৃহস্পতিবার) রাতে গ্যাস বন্ধ করা হয়। রাতেই কাজ শেষ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এছাড়া মেট্রোরেলের কাজের জন্য লাইন সংস্কার করতে গিয়ে বারবার গ্যাস সংযোগ বন্ধ করতে হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, রোকেয়া সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১, ২, ৭, ৯, ১০, ১১, ১৩, ১৪, পল্লবী, কালশী, ইব্রাহিমপুর, কাফরুল প্রভৃতি এলাকায় শুক্রবার মধ্যরাত থেকেই গ্যাস ছিল না। তবে, বিকেল তিনটার পর আবার গ্যাস স্বাভাবিক হয়েছে।

মিরপুর মাজার রোড এর বাসিন্দা পারভেজ মামুন বলেন, ‘বিকেল তিনটার পর থেকে হালকা হালকা করে গ্যাস আসা শুরু করেছে। সারাদিন গ্যাস ছাড়া খুব অসুবিধায় ছিলাম। আগে থেকে জানা থাকলে সমস্যা কিছুটা কম হত।’

তবে মাঝে মাঝে গ্যাস নিয়ে উল্টাপাল্টা ঘোষণাও দেয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগিরা। মিরাজুল নয়ন নামের মনিপুরের এক বাসিন্দা বলেন, ‘মাঝে মাঝে উল্টাপাল্টা ঘোষণা দেয়া হয়। এর আগে একবার বলা হয়েছিল, সোমবার গ্যাস থাকবে না অথচ সেইদিন ঠিকই গ্যাস ছিল কিন্তু গ্যাস ছিল না বুধবার।’

প্রতিবেদক: এম কে রায়হান, সম্পাদনা: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

সালোয়ারের ওপর গেঞ্জি নয়, নোটিশ তদন্তে কমিটি

সালোয়ারের ওপর গেঞ্জি নয়, নোটিশ তদন্তে কমিটি


বরিশাল নগরীতেও জ্বলবে সোলার ও এলইডি লাইট

বরিশাল নগরীতেও জ্বলবে সোলার ও এলইডি লাইট


ঈদে বরিশাল-ঢাকা রুটে চলবে ৩০টি লঞ্চ

ঈদে বরিশাল-ঢাকা রুটে চলবে ৩০টি লঞ্চ


২১ আগস্ট আ’লীগের পরিকল্পিত: রিজভী

২১ আগস্ট আ’লীগের পরিকল্পিত: রিজভী


ঢাবির হলে ছাত্রীদের অশালীন পোশাক নয়

ঢাবির হলে ছাত্রীদের অশালীন পোশাক নয়


নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ


চীনে টাইফুন হাতোর আঘাতে ১২ জনের মৃত্যু

চীনে টাইফুন হাতোর আঘাতে ১২ জনের মৃত্যু


ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তা বরখাস্ত

ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তা বরখাস্ত


ট্রাম্প পেছনে দাঁড়ানোয় গা শিরশির করছিল: হিলারি

ট্রাম্প পেছনে দাঁড়ানোয় গা শিরশির করছিল: হিলারি


তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ