অক্ষয় কুমারের বাজিমাত!

মুম্বা্ই: সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইলিয়ানা ডি ক্রুজ জুটির প্রথম চলচ্চিত্র ‘রুস্তম’। নানাবতী মার্ডার কেসের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পরিচালক তনু সুরেশ দেশাইয়ের এই চলচ্চিত্রটি।
২ হাজার ৩শ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রুস্তম’ চলচ্চিত্রটি প্রথম দিনেই আয় করেছে ১৪ দশমিক ১১ কোটি রুপি। তবে এর আগে অক্ষয়ের মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘এয়ারলিফ্ট’র প্রথম দিনের আয় ১২ দশমিক ৩৫ কোটি রুপি। সুতরাং বলাই যায় ‘খিলাড়ি’ অক্ষয়ের চলচ্চিত্রের ওপেনিং ডে’তে সবচেয়ে বেশি আয় ‘রুস্তম’ চলচ্চিত্রে।
এই সুবাদে বলিপাড়ার একাংশ মনে করছেন একই দিন মুক্তি পাওয়া হৃত্বিক রোশন অভিনীত ‘মহেঞ্জদারো’ চলচ্চিত্রটিকে পেছনে ফেলে এগিয়ে যাবেন অক্ষয়। তবে বলিউডের ইদুর দৌঁড়ে কে কাকে পেছনে ফেলে সেটিই এখন দেখার বিষয়।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই