
জিহাদ হোসাইন, ঢাকা: আগামী সপ্তাহের সোমবার, মানে ২০ জুন থেকে ঈদে ঘরমুখী মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পরিবহন মালিকদের এই ‘আনুষ্ঠানিক’ ঘোষণা তোয়াক্কা না করে ‘অনানুষ্ঠানিক’ ভাবে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন অনেক যাত্রী।
উদ্বিগ্ন মুখ নিয়ে তারা রাজধানীর বাস কাউন্টারগুলোয় ছুটোছুটি করছেন। টিকিট কিনতে পারেন বা না পারেন, অন্তত বুকিং দিয়ে নিশ্চিত হতে চাচ্ছেন। মিরপুর রোডের কলেজ গেট, শ্যামলী ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাসকাউন্টার ঘুরে এমনটাই দেখেছেন নিউজনেক্সটবিডি ডটকম’র প্রতিবেদক।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ইনচার্স মোঃ হেলাল নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘গত কয়েক দিন ধরেই মানুষ ঈদের আগের অগ্রিম টিকিটের জন্য আসছেন। কিন্তু আমরা এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করিনি।’
কাউন্টারে আগত একাধিক যাত্রী নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, প্রতিবারই ঈদে বাড়ি ফেরার বাস টিকিট সংগ্রহে তাদের ভোগান্তি পোহাতে হয়। যে কারণে তারা আগেভাগে খোঁজ খবর নিচ্ছেন। সম্ভব হলে ‘বুকিং মানি’ দিয়ে নিজের নামে টিকিট বরাদ্দ করিয়েও রাখছেন। কেউ কেউ ব্যক্তিগত সম্পর্কের জোড়ে টিকিটও পাচ্ছেন।
এদিকে মঙ্গলবার দুপুরে শ্যামলী পরিবহনের মালিক ও বাস ট্রাক ওনার্স অ্যসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহের সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/এমআই/এসকে