অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পূর্ব এওজবালিয়া গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (২৬) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন জানান, সকালে পূর্ব এওজবালিয়া গ্রামে রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, অন্য কোনো এলাকা থেকে কেউ ওই যুবককে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ