
নিজস্ব প্রতিনিধি, বরিশাল
বরিশালে আলুর মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় চার ব্যবসায়ীকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সার্বিক নির্দেশনায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান কার্যক্রম পরিচালিত হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার নেতৃত্বে নগরীর পোর্ট রোড , পেঁয়াজ পট্টি ও বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া পাইকারি ৩০ টাকা এবং খুচরা ৩৫ টাকা কেজির চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অভিযোগে তিন পাইকারি ব্যবসায়ী এবং এক খুচরা ব্যাবসায়ীকে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট আলী সুজা।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রির নির্দেশ দেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আলী সুজা জানান, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ তদারকি করবে। জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল জেলা বাজার মনিটরিং কর্মকর্তা জনাব হাসান সারোয়ার অভিযানে উপস্থিত ছিলেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। রিপোর্টিং – শফিক মুন্সি