
ঢাকা: গত এক বছর ধরে মহেন্দ্র সিং ধোনিকে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটি শুনতে হয়েছে তা হচ্ছে ‘অধিনায়কত্ব ছাড়বেন কবে?’ কেউ কেউ আরো এক কাঠি সরেস হয়ে জানতে চান ‘অবসর নিচ্ছেন কবে?’ ধোনি অবশ্য এইসব প্রশ্নের সরস উত্তর দিতেই অভ্যস্ত। গত এশিয়া কাপের সময়ও অস্ট্রেলিয়ান এক সাংবাদিকের সাথে এ নিয়ে মজা করেছিলেন ইন্ডিয়ান ক্রিকেটের এই নাম্বার সেভেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবশ্য বেশ কিছুদিন এ প্রশ্ন শুনতে হয়নি তাকে। কারণ তারপর আর সীমিত ওভারের ক্রিকেটই খেলেনি ভারত। তবে আবারও সে প্রসঙ্গ শুরু হয়ে যেতে পারত কারণ এ মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ধোনি এবার আর কোন সুযোগই দিলেন না সাংবাদিকদের, নিজেই ইঙ্গিত দিলেন বিরাট কোহলির কাছে অধিনায়কত্ব দিতে অপেক্ষা করছেন তিনি।
২৭ ও ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ভারতীয় দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চার টেস্ট সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে কোহলিরা। তারপরই প্রশ্নও উঠে গেছে, কোহলিকেই সীমিত ওভারের অধিনায়ক করা হচ্ছে না কেন! কিন্তু দেশ ছাড়ার আগে ধোনির কণ্ঠে উল্টো কোহলি বন্দনা শোনা গেল, ‘সে খুব ভালো করছে। সব ধরনের ক্রিকেটেই অধিনায়ক হিসেবে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’
শুধু অধিনায়ক কোহলিই নন, একজন ক্রিকেটার হিসেবেও কোহলির মহাভক্ত ধোনি, ‘বিরাট অনেক দিন ধরেই ভালো করছে। কীভাবে আপনি খেলায় উন্নতি আনছেন সেটাই দেখার বিষয়। যেদিন তার অভিষেক হলো সেদিন থেকেই সে দলের জয়ে অবদান রাখতে চেয়েছে। সে প্রতিদিনই ম্যাচসেরা হতে চায়!’
প্রকাশ: তুসা