
বরিশাল: শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ শচিন চন্দ্র রায়কে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং তাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছেন তারা। একই সঙ্গে তালাবদ্ধ করা হয়েছে অধ্যক্ষের কক্ষ।
এছাড়াও দুর্নীতি বন্ধসহ প্রাকটিক্যাল পরীক্ষার ফি কমানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভের কারণে শুক্রবার কলেজ কর্তৃপক্ষের ইফতার পার্টির অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিব, সুমন, রেজা ও দেলোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, তাদের প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহণের জন্য ৫০ টাকা করে নেয়ার কথা। কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নেয়া হয়েছে ২০০ টাকা করে।
অধ্যক্ষের নির্দেশে প্রাকটিক্যাল পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক মোশারেফ হোসেন ও পার্থ হালদার নির্দিষ্ট একটি লাইব্রেরি থেকে প্রাকটিক্যাল খাতা ক্রয় বাধ্যতামূলক করেছেন। অন্যান্য লাইব্রেরির থেকে ওই লাইব্রেরিতে খাতার মূল্য তিনগুণ বেশি রাখা হয়। এমন ঘটনা জানতে পেরে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভের ফেটে পড়েন শিক্ষার্থীরা।
খবর পেয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শচিন রায় ক্যাম্পাসে আসেন। এসময় তিনি শিক্ষার্থীদের রোষাণলে পড়েন।
অভিযোগের বিষয়ে সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ শচিন রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে অপর দুই শিক্ষক মোশারেফ হোসেন ও পার্থ হালদার বলেন, ‘অধ্যক্ষ স্যার আমাদের যেভাবে বলেছেন আমরা সে ভাবেই করেছি।’
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই