
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার এক সহকর্মীকে আটক রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত শিক্ষক আতিকুর রহমান রাজা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালাইমারী এলাকা থেকে ওই শিক্ষককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমিন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আকতার জাহানের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর আতিকুর রহমান রাজাকে আটক করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাব জুবেরী ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির নিজ কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন বলে ‘সুইসাইড নোট’উদ্ধার করেন পুলিশ।
ময়নাতদন্তের পরে পরিবারের কাছে আকতার জাহান জলির লাশ হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত রিপোর্টে বিষক্রিয়ায় তার মৃত্যু হয় বলে উল্ল্যেখ করা হয়েছে। পরে জলির ছোট ভাই কামরুল হাসান রতন আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব