
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ইন্তেকাল করেছেন । সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান জানান, বনানীতে বাবার কবরে তাকে মঙ্গলবার দাফন করা হবে। আজ মরদেহ হিমাগারে থাকবে। মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মনিরুজ্জামান মিঞা বিএনপিপন্থী অন্যতম বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লোকচক্ষুর অন্তরালে তাকে রাখা হয়েছিল। ব্যক্তিজীবনে তিনি চিরকুমার ছিলেন।
অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ভারতের মুর্শিদাবাদে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কৃঞ্চ গোবিন্দ হাই স্কুল থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে বিএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএসসি করেন। জগন্নাথ কলেজে শিক্ষকতা দিয়ে চাকরি জীবন শুরু করেন এই বুদ্ধিজীবী। ১৯৬১ সালে উচ্চতর ডিগ্রীর জন্য প্যারিসে যান। ১৯৬৬ সালে প্যারিস থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে যোগদান করেন।
জাতীয় শিক্ষানীতি ২০০১ প্রণয়ন কমিটিতে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এটিকে মনিরুজ্জামান মিঞা শিক্ষানীতি বলা হয়। পরবর্তীতে তিনি ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও সেনেগালের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
শেষ বয়সে দীর্ঘদিন ধরে তাকে লোকচক্ষুর অন্তরালে রাখা হয়। অবিবাহিত মনিরুজ্জামান মিঞার সম্পত্তির লোভে এটি করা বলে বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়। তবে তার ভাই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই