
ঢাকা: বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ‘আগে দেখি, নিজের দেশ!’ শীর্ষক অনলাইন ট্রাভেলস কার্ণিভাল ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে এবং পর্যটন প্রচারণা কার্যক্রমকে আরো বেগবান করার প্রয়াসে বাংলদেশ পর্যটন করপোশেনের উদ্যোগে প্রথমবারের মতো হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলে শুক্রবার শুরু হয়েছে দুই দিনের ‘আগে দেখি, নিজের দেশ!’ শীর্ষক অনলাইন ট্রাভেলস কার্ণিভাল ২০১৭। এর শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস. এম .গোলাম ফারুক। বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন উন্নয়ন ও বিকাশের পাশাপাশি এর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম মূল শক্তি হচ্ছে ফেসবুক ভিত্তিক অনলাইন ট্রাভেলার্স।
অনলাইন ট্রাভেলস কার্ণিভাল ২০১৭ এর উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমরান, অতিরিক্ত সচিব জ্যোর্তিময় বর্মন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক শহীদুল আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট শৃঙ্গ বিজয়ী এম.এ মুহিত, পর্যটন বিচিত্রার সম্পাদক মোঃ মহিউদ্দিন হেলাল, বাংলাদেশ জার্ণিপ্লাস এর প্রধান নির্বাহী তৌফিক রহমান ও বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মানীত চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
অনুষ্ঠানে দেশের ২৪টি অনলাইন ট্রাভেলস গ্রুফ অংশগ্রহণ করেছে। বিভিন্ন অনলাইন ট্যুর অপারেটরদের মধ্যে বৃত্ত ট্রাভেল এন্ড ট্যুরিজম, হলিডে ট্রাভেল এন্ড ট্যুরিজম, ট্যুর গ্রুপ বিডি, হলিডে ট্রাভেলার্স বাংলাদেশ, ট্রাভেল প্লানার্স বাংলাদেশ, দেশের টাকায়, দি ট্রাভেল গ্রুফ, ভ্রমণ বাংলাদেশ, বেড়াই বাংলাদেশ, ট্রেকার্স অব বাংলাদেশ, বাংলার ট্রেকার, ছন্ন ছাড়ার দল, বাংলাদেশ ক্লাব, লেট্স সি বাংলাদেশ, ইকো ট্যুরিজম ন্যাচার স্টাডি এন্ড এ্যডভ্যান্সার ক্লাব, দি গ্রীণ ট্রাভেলস, কান্ট্রি ট্যুরিজমসহ অনেক অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এবং ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনলাইন ট্রাভেলস কার্ণিভাল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ট্যুর অপারেটরগণ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন বিকাশের লক্ষ্যে আগে নিজের দেশ দেখার জন্য দেশের সকল ভ্রমণপ্রিয় আগ্রহীদের আহবান জানান। এছাড়াও দেশের নবীন-প্রবীণের সমন্বয়ে বাংলদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস. এম .গোলাম ফারুক তার বক্তব্যে অনলাইন ট্যুর অপারেটরদের কার্যক্রমের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার কার্যক্রমকে এগিয়ে নেয়ার বিষয়ে পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে তা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং অনলাইন ট্রাভেলসকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মানীত চেয়ারম্যান অপরূপ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন ভ্রমণস্থানগুলোতে পর্যটকদের সুবিধার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন আবাসন, আপ্যায়নের সুবিধা প্রণয়ণ করেছে। এছাড়াও অন্যান্য স্থানেও পর্যটকদের সেবা প্রদানের জন্য নানামূখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব নিরসন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ায় বিষয়ে তরুণ প্রজন্ম এবং অনলাইন ট্রাভেলার্সদের তিনি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুপ্রেরণা দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমরান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক শহীদুল আলম, এভারেস্ট শৃঙ্গ বিজয়ী এম.এ মুহিত। পর্যটন বিচিত্রার সম্পাদক মোঃ মহিউদ্দিন হেলাল। বাংলাদেশ জার্ণিপ্লাস’র প্রধান নির্বাহী তৌফিক রহমান এবং বিভিন্ন অনলাইন ট্যুর অপারেটরগণ।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ