
ডেস্ক: অবশেষে ১৬ বছরের অনশন ভাঙলেন ভারতের মণিপুর রাজ্যের মানবাধিকার কর্মী, আয়রনলেডি বলে খ্যাত ইরম শর্মিলা চানু (৪৪)। মণিপুরসহ উত্তরপূর্বের উপজাতি অধ্যুষিত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ২০০০ সাল থেকে অনশন চালিয়ে আসছিলেন শর্মিলা।
মঙ্গলবার সকালে ইম্ফলের জওহরলাল নেহেরু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি চলে যান আদালতে। সেখানে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে অনশন ভাঙেন তিনি।
অনশন ভেঙে বাইরে এসে গণমাধ্যম কর্মীদের সামনে মণিপুরের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন শর্মিলা। তিনি বলেন, ‘আমি গত ১৬ বছর ধরে অনশন করেছি। কিন্তু তা থেকে কিছুই পাইনি। এখন ভিন্ন আন্দোলনের চেষ্টা করতে চাই আমি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চাই।’
২০০০ সালের ২ নভেম্বর ইম্ফল বিমানবন্দরের কাছে একটি বাস স্ট্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় শিশুসহ ১০ জন সাধারণ মানুষ। এরপর ৪ নভেম্বর থেকেই মণিপুরে ভারতীয় সেনার বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (এএফএসপিএ) প্রত্যাহারের দাবিতে অনশনে বসেন শর্মিলা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি