
সালেহ নোমান, চট্টগ্রাম: পুলিশ কর্মকর্তা (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তের ব্যাপারে রোববার খোলাসা করতে পারে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা রোববার এ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে।
চাঞ্চল্যকর এই মামলা নিয়ে শনিবার দিনভর নানা নাটকীয়তা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর মেরাদিয়ার বাসা থেকে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। শনিবার বিকালে বাসায় ফিরেন তিনি।
এর আগে এই মামলা নিয়ে নানা গুজব ছড়ায়, ঝড় উঠে অনলাইন ও সামাজিক গণমাধ্যমে। তবে, বাবুল আক্তার পুলিশ হেফাজত থেকে বাসায় ফিরে আসার পর থিতু হয় সেই ঝড়।
শনিবার সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এইসব বিষয়ে জানার জন্য ভিড় করেন সিএমপি সদর দফতরে। কিন্তু কারো কাছে কোন জবাব পাওয়া যায়নি।
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুজ্জামান ও সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্যকে একের পর এক প্রশ্ন করে গেছেন সাংবাদিকরা, এই দুইজনের একটাই উত্তর ছিলো, ‘আমরা কিছু জানি না’।
সাংবাদিকদের পীড়াপীড়িতে দেবদাস ভট্টাচার্য বলতে বাধ্য হন, মিতু হত্যা তদন্তে বেশ অগ্রগতি হয়েছে, শিগগিরই এই ব্যাপারে জানানো হবে।
শনিবার রাতে দেবদাস ভট্টাচার্য বলেন, “হ্যা আগামী কাল( রোববার) দুপুরের দিকে স্যার ( সিএমপি কমিশনার) আপনাদের সাথে কথা বলতে পারেন, আমরা তেমন কিছু হলে সকালে সবাইকে জানিয়ে দেবো”।
“এই মুহূর্তে এর চেয়েও বেশি কিছু বলা যাচ্ছেনা, উল্লেখ করেন তিনি।
শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মোরাদিযার বাসা থেকে পুলিশ হেফাজতে নেয়া হয় বাবুল আক্তারকে। শনিবার বিকালে বাসায় ফেরার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে গ্রেফতার করা হয়নি, তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ করার জন্যই আমাকে ডেকে নেয়া হয়েছিল’।
তবে সারা রাত তাদের সাথে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান জঙ্গি দমন অভিযানের জন্য আলোচিত এ পুলিশ কর্মকর্তা।
এদিকে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এসপি বাবুল আক্তারকে কয়েকজন আসামির সামনে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাবুলকে গ্রেফতার করা হয়েছে কি না, বা তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখন কোনো কিছু বলার সময় হয়নি। তবে শিগগিরই সবকিছু জানতে পারবেন।’
মন্ত্রী বলেন, মিতু হত্যাকাণ্ডে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু এসপি বাবুল দীর্ঘদিন চট্টগ্রামে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি সবাইকে চেনেন। তাই গ্রেফতারকৃতদের কাছ থেকে তথ্যসমূহ নিয়ে আলোচনা করতেই বাবুল আক্তারকে ডেকে নেয়া হয়েছে।
গত ৫জুন নগরীর জিইসি মোড় সংলগ্ন বাসার কাছে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন পাচলাইশ থানায়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই