
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নকলের সুযোগ না পেয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা একটার দিকে ফরক্কাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ফরক্কাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব কামরুল হাসান বলেন, ম্যাজিস্ট্রেটের কড়াকড়ির কারণে কোনো পরীক্ষার্থী নকলের সুযোগ পায়নি। এই কারণেই পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর করে।
এদিকে খবর পেয়ে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার নেতৃত্বে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান ও চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান