অন্তর্বাস না পরে শিরোনামে জেনিফার

ডেস্ক: ফের সংবাদ শিরনামে মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। খবরের কারণ তার পোশাক। সাদা ট্যাঙ্ক টপের ভিতর অন্তর্বাস নেই। এমন অবস্থায় গাড়ি থেকে নেমে সোজা রাস্তায়। জনতার চোখের সামনে।
একে হলিউড তারকা। তার উপর বক্ষযুগলের অস্পষ্ট তরঙ্গ। মিডিয়ার সব ক্যামেরার ফোকাস তখন একই দিকে। সাদা রঙের একটা ট্যাঙ্ক টপের নিচে সবুজ কালারের আর্মি ট্রাউজার, কোমরে লেদারের বেল্ট এবং চোখে গোল্ডেন সানগ্লাস পরেছিলেন।
বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল জেনিফার নাকি প্রেগন্যান্ট। সেই কথা গুজব বলে উড়িয়ে দিলেন। দেখেও মনে হল না। সব তো ঠিকঠাকই দেখা গেল।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই