
ঢাকা: বিএনপি-জামায়াতের অন্ধকারের পথে বাংলাদেশ আর কখনো ফিরবে না। গুলশানের হলি আর্টিজান রেষ্টুরেন্টে জঙ্গি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারারাত জেগে কয়েক ঘন্টার মধ্যে এই হামলা মোকাবেলা করেছেন। কিন্তু বিশ্বের অনেক দেশে এ ধরনের হামলা মোকাবেলা করতে কয়েকদিন লেগেছে। বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) এর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাছিম এসব কথা বলেন।
জাতীয় জোট (বিএনএ)’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা সভাপতির বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্রকে অবজ্ঞা করে ৫৯৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন। তিনি তার দলের গঠনতন্ত্রকে লংঘন করে প্রমাণ করেছেন তার কাছে বাংলাদেশের সংবিধানও নিরাপদ থাকবে না। তাই বিএনপির সকল স্তরের নেতাকর্মীর উচিত বেগম খালেদা জিয়াকে অপসারণ করে নতুন নেতৃত্ব নির্বাচন করা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনএ জোটের কো চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ, তৃণমুল বিএনপির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর মাজমাদার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও কথা সাহিত্যিক আঞ্জুমানে ত্বরিকাতে সাজ্জাদীর চেয়ারম্যান বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, শেরে বাংলা এ.কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টি- কেএসপি’র চেয়ারম্যান, দেশবরেণ্য সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, জাগো বাঙালির সভাপতি মেজর (অবঃ) ডাঃ হাবিবুর রহমান, কৃষক শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট টিভি উপস্থাপক মোঃ জহিরুল হক বশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনএ জোটের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আক্কাস আলী খান।
নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই