Tuesday, June 28th, 2016
অন্ধত্বের কারণ স্মার্টফোন!
June 28th, 2016 at 10:57 pm
অন্ধত্বের কারণ স্মার্টফোন!

ডেস্ক: প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা স্মার্টফোনের সঙ্গে এতো বেশি সম্পৃক্ত হয়ে গিয়েছি যে অনেকেরই রাত জেগে গেম খেলা, চ্যাটিং করা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়াও রাতে ঘুমনোর সময় কিংবা মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলেও অন্ধকারের মধ্যেই একবার নিজের স্মার্টফোনের নোটিফিকেশন চেক করি।

কিন্তু রাতের অন্ধকারে স্মার্টফোন ব্যবহারে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। অন্ধকারে স্মার্টফোন ব্যবহার করার কারণে আপনাকে অন্ধত্ব বরণ করে নিতে হতে পারে। সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের খবর অনুযায়ী, ব্রিটেনে রাতের অন্ধকারে স্মার্টফোন ব্যবহার করে প্রায় অন্ধত্ব এসে গিয়েছিল দুই মহিলার। এই রোগের নাম ট্রানজিয়েন্ট স্মার্টফোন ব্লাইন্ডনেস। হঠাৎ করে প্রায় ১৫ মিনিট ধরে চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না তারা।

সমস্যাটা স্থায়ী ছিল প্রায় একমাস। হঠাৎ করেই নাকি চোখে সমস্যা শুরু হত। অনেক চিকিৎসকও দেখিয়েছিলেন তারা। ব্রেন স্ক্যান থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের টেস্ট করা হয়েছিল। কিন্তু, কিছুই ধরা পড়েনি। বেশ কয়েকজন চিকিৎসক ধারণা করেছিলেন এটা স্ট্রোকের লক্ষণ। অনেকের আবার ধারণা ছিল, নার্ভের সমস্যার জন্যই এটা হচ্ছে। কিন্তু, পরীক্ষায় কিছুই মেলেনি।

এরপর তারা যান লন্ডনের খ্যাতনামা চক্ষু চিকিৎসক ড. গর্ডনের কাছে। গর্ডন জানিয়েছেন, ‘প্রথম পরীক্ষার পরই আমি ওই দুই মহিলাকে প্রশ্ন করি, ঠিক কখন এই সমস্যা শুরু হয়? দু’জনেই বলেন, রাতে স্মার্টফোন ঘাটার সময় থেকেই এই সমস্যার শুরু হয়। দু’জনই এক পাশে ঘুরে শুয়ে স্মার্টফোন ঘাটেন। ফলে তাদের একটি চোখ ঢাকা থাকে। একটি চোখে মোবাইলের স্ক্রিনটি তারা দেখেন’।

সমস্যার সূত্রপাত হয় এখানেই। একটি চোখে লাইট পড়ে, আর একটি চোখ পুরোপুরি অব্যবহৃত অবস্থায় থাকে। ফলে ফোন যখন বন্ধ করা হয় তখন যে চোখে লাইট পড়ে সেই চোখে দেখতে এমনিতেই সমস্যায় পড়তে হয়। অব্যবহৃত চোখটি যতটা তাড়াতাড়ি কাজ শুরু করে, অন্য চোখটি ততটা এগোতে পারে না। ফলে সাময়িক অন্ধত্বের সমস্যা তৈরি হয়।

তাই এবার রাতে স্মার্টফোন ব্যবহারে সাবধান হোন, আপনার অমূল্য চোখটি রাখুন নিরাপদ।

নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসজি


সর্বশেষ

আরও খবর

করোনায় আরও ১৮ জনের মৃত্যু

করোনায় আরও ১৮ জনের মৃত্যু


বাংলা স্টিকার নিয়ে চ্যাটবক্সে চমকে দিতে এলো এমস্টিকার

বাংলা স্টিকার নিয়ে চ্যাটবক্সে চমকে দিতে এলো এমস্টিকার


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


মডার্নার ভ্যাকসিন পরীক্ষা বানরের উপর সফল

মডার্নার ভ্যাকসিন পরীক্ষা বানরের উপর সফল


‘সজীব ওয়াজেদ জয় অনলাইন র‌্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২০’ শুরু

‘সজীব ওয়াজেদ জয় অনলাইন র‌্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২০’ শুরু


বাংলাদেশ রেলওয়েকে ১০টি ইঞ্জিন উপহার দিলো ভারত

বাংলাদেশ রেলওয়েকে ১০টি ইঞ্জিন উপহার দিলো ভারত


হার্ড ইমিউনিটি এখনও অর্জিত হয়নিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হার্ড ইমিউনিটি এখনও অর্জিত হয়নিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা


ফেসবুক পেজের নতুন নকশা নিয়ে পরীক্ষা

ফেসবুক পেজের নতুন নকশা নিয়ে পরীক্ষা


ঘুড়ি, ড্রোন, খেলনা ওড়াতে অনুমতি লাগবে

ঘুড়ি, ড্রোন, খেলনা ওড়াতে অনুমতি লাগবে