Monday, July 25th, 2016
অন্যের মতামত নেবেন না মীন, সতর্কে কন্যা
July 25th, 2016 at 11:45 am
অন্যের মতামত নেবেন না মীন, সতর্কে কন্যা

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

আপনার যোগ্যতা আপনি সকলকে দেখিয়ে দিতে পারবেন। নিজের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। প্রেম নিয়ে আঘাত আসতে পারে। তবে মানসিক জোর থাকলে সফলতা পাবেন। যাত্রা যোগে বাধা আসতে পারে। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

একবার কাজ শুরু করার পর সেই কাজে থামলে সমস্যা বাড়বে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। কর্মক্ষেত্রে সুযোগ আসবে। আর্থিক সমস্যা সমাধান হতে পারে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯

মিথুন: (২২ মে – ২১ জুন)

প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কেউ কাজ হাসিল করে আপনাকে বিপদে ফেলতে পারে। প্রেমে বাধা পাবেন। যাত্রা যোগ শুভ। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

বারবার একই সমস্যায় পড়তে পারেন। প্রেম নিয়ে একই ধরনের সমস্যা বারবার ফিরে আসতে পারে। সমস্যা সমাধান করতে হলে ধীরে চলার নীতি নিন। শুভ দিক উত্তর। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: (২৩ জুলাই  – ২৩ আগস্ট)

আপনার কাজের সুফল ভোগ করবে অন্য কেউ। কর্মক্ষেত্রে আপনার করা কাজের ফল অন্য কেউ নিয়ে নেবে। প্রেম যোগ কখনও শুভ, কখনও সমস্যা থাকবে। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

মনের অস্থিরতা কাজে প্রভাব ফেলবে। প্রেম নিয়ে মনে নানা সংশয় থাকতে পারে। কাজে ভুল করা নিয়ে মনে চাপ বাড়তে পারে। শিক্ষায় শুভ যোগ বর্তমান। শুভ দিক পশ্চিম। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

আপনার পরিবারের মধ্যেই আপনার বিরুদ্ধে চক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় সমস্যা আসবে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। শারীরিক সমস্যা দেখা দিলে সেদিকে নজর দিন। যাত্রা যোগ শুভ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

দাম্পত্যে বিশ্বাসের অভাব আসতে দেবেন না। সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলুন। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। আর্থিক সমস্যা বিভিন্ন মানুষকে জানালে সুবিধা হবে না। শুভ দিক উত্তর। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

মুখে এক রকম কথা কিন্তু মনে অন্য রকম পরিকল্পনা করে আপনাকে সমস্যায় ফেলবে আপনার কোনো বন্ধু। শারীরিক সমস্যার ফলে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। প্রেম নিয়ে কিছু সমস্যা থাকবে। পরিবারের সাহায্যে কিছু সমস্যার সমাধানের যোগ আছে। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

কোনো এক বন্ধু নীরবে আপনাকে সাহায্য করবে। অন্য কোনো বন্ধু আপনাকে সাহায্যের কথা বলে নিজের আখের গোছানোর চেষ্টা করবে। প্রেম নিয়ে আগানোর আগে সব দিকে নজর দিন। যাত্রা যোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

নিজের কাজের উত্তর কখনও কখনও নিজের কাছে দেওয়া অভ্যাস করুন। কোনো কাজ করে নিজের মনেই অনুতাপ হতে পারে। ভুল স্বীকার করলে আপনার উন্নতি হবে। প্রেম যোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আপনার সিদ্ধান্তের পক্ষে অন্যের মতামত নেওয়ার দরকার নেই। প্রেম নিয়ে নিজের মতে চলুন। প্রেম যোগ শুভ। পথে চুরি-ছিনতাইয়ের যোগ আছে। শুভ দিক দক্ষিণ। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১

জ্যোতিষী রুবাই

নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের