
ঢাকা: বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘খবরের কাগজ পড়লেই দেখি খালি রক্ত। নয় বছর ক্ষমতায় ছিলাম, এভাবে রক্তপাত হয়নি। আজ দেশের মানুষ এই দুর্বিষহ অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের সহযোগিতা চাইছে। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। এখানকার নাগরিকেরা যদি নৈরাজ্য দূর করার জন্য অন্য দেশের সহযোগিতা চায়, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ এসব কথা বলেন। ঢাকা মহানগর জাপার দক্ষিণ কমিটি মঙ্গলবার বিকেলে এটি আয়োজন করে।
প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই পরিবেশিত এক খবর নিয়ে বর্তমানে রাজনৈতিক বিতর্ক চলছে। ওই খবরে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা নিজেদের নিরাপত্তা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন।
এদিকে এরশাদ বলেন, ‘বন্দুকযুদ্ধে প্রতিদিন মানুষ খুন হচ্ছে। এর পরিবর্তন দরকার। আর এই পরিবর্তন করতে পারে একমাত্র জাতীয় পার্টি। তাই নৈরাজ্য, গুম-খুন বন্ধ করার জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।’ উপস্থিত নেতা-কর্মীদের কাছে তিনি জানতে চান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি কতটিতে জয়ী হয়েছে? এরশাদ নিজেই এর উত্তরে বলেন, ‘তোমরা কেউ বলতে পারবে না। তার কারণ জাতীয় পার্টি সম্পর্কে তোমাদের কোনো উৎসাহ নেই। শেষ পর্যন্ত ৭১টিতে জয়লাভ করেছি আমরা।’
জাপার সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সাংসদ মাঈদুল ইসলাম, নূরে হাসনা লিলি চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, সেলিম উদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, সাইদুর রহমান, আবদুস সবুর আসুদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি