
ঢাকা: ফুটওয়্যার এবং অ্যাকসেসরিস রিটেইলার শপ ফরচুনার সাথে চুক্তিবদ্ধ হয়ে অফলাইন শপের যাত্রা শুরু করেছে দেশের প্রথম সারির অনলাইন ফ্যাশন ই-কমার্স সাইট জুমজুম ডটকম। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতেই ফরচুনার উত্তরা শাখায় জুমজুমের অফলাইন শপ উদ্বোধন করা হয়েছে। এখন স্টোরে গিয়েও ট্রায়াল দিয়ে পণ্য কেনা, এমনকি পণ্য ফেরত দেয়ার ব্যবস্থাও থাকছে। যেকোনো যায়গা থেকে, যেকোনো সময়ে অর্ডার দেয়া যাবে জুমজুমের পণ্য। দু’ কোম্পানিরই পরিকল্পনা রয়েছে আরো অনেক দূর যাওয়ার।
জুমজুমের সহ-প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রাহমান খান জানান, ‘একবছরের কম সময়ের মাথায় আমারা জুমজুম প্রতিষ্ঠার পর থেকে অনলাইন ক্রেতাদের কেনা-কাটার ধরণ সম্পর্কে অনেক কিছুই পর্যবেক্ষণ করতে পেরেছি। অনেক ক্ষেত্রেই ক্রেতারা এখনও কাপড় কেনার আগে নিজ চোখে দেখে এবং সাইজ ট্রায়াল দিয়ে কিনতে চায়।আর সেজন্যই ফরচুনার সাথে পার্টনারশিপ করে জুমজুম পপ-আপ শপ খুলতে যাচ্ছে। বাংলাদেশের ফ্যাশন ই-কমার্স সাইটের জন্য জুমজুম নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে’।
নিউজনেক্সটবিডি ডটোকম/আরকে/জাই