
ঢাকা: সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে অবকাশকালে বিচারাধীন মামলা পরিচালনার জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে।
তিনি আপিল বিভাগের চেম্বার জজ কোর্টে ২১ ও ২৮ জুন এবং ১০ জুলাই সকাল ১০ টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।
সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিস্পত্তির জন্য মামলা সংক্রান্ত সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে ২০টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
ঈদুল ফিতরের অবকাশ সংক্রান্ত তথ্য সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
১৯ জুন রোববার থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের অবকাশ চলছে। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি, ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালতে এই অবকাশ শুরু হয়েছে।
ফলে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম চালু রাখার জন্য ১৯ জুন রোববার থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তার পর আগামী ১২ জুলাই থেকে সুপ্রিমকোর্ট খুলবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/জাই