
সিলেট: নগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা আতিয়ার মহলে ১২টি সাধারণ পরিবার অবরুদ্ধ হয়ে আছে। পুলিশ তাদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া পরিবারগুলোকে দরজা জানাল বন্ধ করে নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ।
এদিকে নিচতলার যে ফ্ল্যাটটিকে জঙ্গি আস্তানা বলে সন্দেহ করছে ওই ফ্ল্যাটটি গত জানুয়ারি মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন ভাড়া নেন। তাদের নাম কাওসার আলী ও মর্জিনা বেগম। প্রাণ কোম্পানির এসআর পরিচয়ে তারা বাসাটি ভাড়া নেয়। ভাড়াটিয়া তথ্য ফরমে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্য রয়েছে। পুলিশ সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বাড়িটি ঘেরাও করে পুলিশ। সকাল আটটার দিকে ওই ফ্ল্যাট থেকে বাইরের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। ভেতর থেকে ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়।
সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। ঢাকা থেকে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট আসার পর অভিযান শুরু করা হবে।
পুলিশ বলছে ওই বাড়িতে নব্য জেএমবির শীর্ষ নেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনা রয়েছে।
এর আগে ঢাকা ও চট্টগ্রামের অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব