Wednesday, February 5th, 2020
অবশেষে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করল ঢাবি কর্তৃপক্ষ (তালিকাসহ)
February 5th, 2020 at 3:35 am
বহিষ্কারের সাত দিন পর এই তালিকা প্রকাশের খবরটি প্রক্টর গোলাম রাব্বানীও টেলিফোনে নিউজনেক্সটকে নিশ্চিত করেছেন।
অবশেষে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করল ঢাবি কর্তৃপক্ষ (তালিকাসহ)

বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ

ডিজিটাল জালিয়াতি ও অবৈধভাবে ভর্তি হওয়ার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা অবশেষে প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত তালিকাটি প্রকাশ করে প্রক্টর কার্যালয়সহ বিভিন্ন হল, অনুষদ ও বিভাগে পাঠানো হয়।

গত ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা পরিষদের সভার ভিত্তিতে ৬৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলেও তাদের নাম প্রকাশ করা থেকে বিরত থাকে ঢাবি কর্তৃপক্ষ। কিন্তু বহিষ্কারের পর সাতদিন পেরিয়ে গেলেও, ৬৩ জনের নামের তালিকা প্রকাশে গড়িমসি করছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকা প্রকাশের দাবি ওঠার পর প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেছিলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে সিআইডির মামলা চলমান থাকায় আইনি জটিলতার কারণে তালিকা দেওয়া যাবে না।

কিন্তু সোমবার (৩ ফেব্রুয়ারি) ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্রক্টরকে স্মারকলিপি দিয়ে তালিকা প্রকাশের দাবি জানিয়ে, ২৪ ঘন্টার মধ্যে তালিকা প্রকাশ করা না হলে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। তালিকা প্রকাশের ক্ষেত্রে যুক্তি দেখিয়ে সৈকত বলেছিলেন, “এতে শিক্ষাথীদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে এবং শিক্ষাথীরা সরিষার ভেতরে ভূত দেখতে পাচ্ছে।”

অবশেষে, সৈকতের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে মঙ্গলবার তালিকাটি প্রকাশ করতে বাধ্য হয় ঢাবি কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে সেই তালিকা প্রকাশের খবর প্রক্টর গোলাম রাব্বানীও টেলিফোনে নিউজনেক্সটকে নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত ৬৩ জন শিক্ষার্থী হলেনঃ

আব্দুল ওয়াহিদ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), ইছাহাক আলী (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), আনিকা বৃষ্টি (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৬-১৭), ফিওনা মৌমি (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৬-১৭), সালমান এফ রহমান হৃদয় (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), ইসরাত জাহান ছন্দা (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৬-১৭), রাকিবুল হাসান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), সৌভিক সরকার (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), মেহেদী হাসান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), হাসিবুর রশিদ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), মারুফ হাসান খান (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৫-১৬), সাফায়েত নূর সাইয়ারা রোশিন (আধুনিক ভাষা ইনস্টিটিউট, ২০১৬-১৭), রাফসান কবির (ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট, ২০১৬-১৭), জুনায়েদ সাকিব (পরিসংখ্যান বিভাগ, ২০১৪-১৫), মোস্তাফিজ উর রহমান (তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, পূর্বতন বিভাগ (ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২০১৩-২০১৪), শরমিলা আক্তার আশা (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭), লাভলুর রহমান লাভলু (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৫-১৬), জাকিয়া সুলতানা (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭), সামিয়া সুলতানা (অর্থনীতি, ২০১৬-১৭), সিনথিয়া আহমেদ (অর্থনীতি, ২০১৬-১৭), জান্নাত সুলতানা (অর্থনীতি, ২০১৬-১৭), আশরাফুল ইসলাম আরিফ (আন্তর্জাতিক সম্পর্ক, ২০১৬-১৭), আমরিন ইসলাম জুটি (আন্তর্জাতিক সম্পর্ক, ২০১৫-১৬), মেহেজাবিন অনন্যা (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, ২০১৬-১৭), আফসানা নওরিন ঋতু (সমাজবিজ্ঞান বিভাগ, ২০১৬-১৭), ফাতেমা আক্তার তামান্না (ইতিহাস বিভাগ, ২০১৭-১৮), এম ফাইজার নাঈম (বাংলা, ২০১৫-২০১৬), জিয়াউল ইসলাম (বাংলা, ২০১৬-১৭), তাজুল ইসলাম সম্রাট (ইসলামিক স্টাডিজ, ২০১৬-২০১৭), নুরুল্লাহ (ইসলামিক স্টাডিজ, ২০১৬-২০১৭), মো. মাসুদ রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০১৫-১৬), ফাতেমা তুজ জোহরা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০১৬-১৭), মো শাবিরুল ইসলাম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ২০১৫-২০১৬), ইফতেখারুল আলম জিসান (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ২০১৭-১৮), নাফিসা তাসনিম বিন্তী (ফারসি ভাষা ওসাহিত্য বিভাগ, ২০১৬-১৭), শাশ্বত কুমর ঘোষ (বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, ২০১২-১৩), মো. তৌহিদুল হাসান আকাশ (তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল, ২০১৬-১৭), শেখ জাহিদ বিন হোসেন ইমন (ফিন্যান্স বিভাগ, ২০১৬-১৭), মো মোহাযামেনুল ইসলাম (ফার্মেসি,২০১২-১৩), মো. সাইদুর রহমান (ফার্মেসি, ২০১৬-১৭), আব্দুর রহমান (ফার্মেসি, ২০১৭-২০১৮), সুবহা লিয়ানা তালুকদার (আইন, ২০১৬-১৭), আজলান শাহ ফাহাদ (আইন, ২০১৭-১৮), বেলাল হোসেন (মনোবিজ্ঞান, ২০১৩-১৪), মোরশেদা আক্তার (মনোবিজ্ঞান, ২০১৬-১৭), তানজিনা সুলতানা ইভা (মনোবিজ্ঞান, ২০১৬-১৭), মো. মাসুদ রানা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২০১৬-১৭), মো. মোহাইমিনুল রায়হান ফারুক (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ২০১৬-১৭), আবুল কালাম আজাদ (পদার্থ বিজ্ঞান, ২০১৪-২০১৫), জেরিন হোসাইন (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭), আবির হাসান হৃদয় (রাষ্ট্রবিজ্ঞান, ২০১৬-১৭), নওশীন আফরিন মিথিলা (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০১৭-১৮), আল আমিন পৃথক (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০১৬-১৭), মো. শাদমান শাহ (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ২০১৬-১৭), শিহাব হাসান খান (সংস্কৃত বিভাগ, ২০১৫-১৬), সাদিয়া সুলতানা (ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০১৬-১৭), সাদিয়া সিগমা (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ২০১৬-১৭), মো. আবু মাসুম (যোগাযোগ বৈকল্য বিভাগ, ২০১৫-১৬), শাহাৎ আল ফেরদৌস ফাহিম (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ২০১৬-১৭), মো. আশেক মাহমুদ জয় (ফিন্যান্স বিভাগ, ২০১৬-১৭), মাহবুব আলম সিদ্দিকী সম্রাট (মার্কেটিং বিভাগ, ২০১৭-১৮), সালমান হাবীব আকাশ (আইন বিভাগ, ২০১৬-১৭), মো. মশিউর রহমান (মনোবিজ্ঞান বিভাগ, ২০১৩-১৪)।


সর্বশেষ

আরও খবর

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ


কালীপূজায় হবে না দীপাবলি!

কালীপূজায় হবে না দীপাবলি!


রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ


সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭

সহিংসতায় নিহত ৬ রোহিঙ্গা, ইউএন বলছে ৭


ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪

ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪


সাম্প্রদায়িক সন্ত্রাস, সংবিধান এবং আশাজাগানিয়া মুরাদ হাসান

সাম্প্রদায়িক সন্ত্রাস, সংবিধান এবং আশাজাগানিয়া মুরাদ হাসান


কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত


কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী


হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


দেবীগঞ্জের অগ্নিকাণ্ড নিছক দূর্ঘটনা: ইউএনও

দেবীগঞ্জের অগ্নিকাণ্ড নিছক দূর্ঘটনা: ইউএনও