
ঢাকা: মিরপুর কমার্স কলেজের পেছনে একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শুক্রবার সকাল ১০টা ৫০মিনিটের দিকে নর্দমার ড্রেন থেকে জুনায়েদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ৮ সদস্যের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। সাব্বির লাশ উদ্ধারের পর সেখানে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। এ সময় বাবা আমির হোসেন মূর্ছা যান। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টার পর সাব্বির নামের শিশুটি নর্দমার পাশ থেকে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন, সে নর্দমায় পড়ে গেছে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল সাব্বিরকে খুঁজতে উদ্ধার তৎপরতা চালায়। রাত ১০টা থেকে ২টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধারকাজ স্থগিত করে ডুবুরিরা।
জুনায়েদ হোসেন সাব্বিরের বাবার নাম আমির হোসেন। তিনি লেগুনা চালক। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তারা রূপালী হাউজিং ৩ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাসায় ভাড়া থাকেন।
উল্লেখ্য, ১৩ জুলাই বিকালে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলা করতে গিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে নর্দমায় পড়ে যায় শিশু সানজিদা খাতুন (৫)। পরের দিন তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/জাই