
মুম্বাই: বলিউড সুন্দরী কারিনা কাপুর এবং শাহিদ কাপুরের সম্পর্ক তো সে কবেই ভেঙেছে। দু পথে হেঁটে এখন দুজনই দিব্যি সংসার করছেন। এরপরও নিন্দুকের কথা যেন থামতে চাইছে না। সাবেক প্রেমিকের নাম ধরে আবারো শিরোনামে ‘হিরোইন’ কারিনা।
১৭ জুন মুক্তি পেয়েছে পরিচালক অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রটি। এতে শাহিদ কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে একটি গুরুত্বর্পূণ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুরও।
ছবিটির ট্রেলার মুক্তির সময় ৯ বছর পর একই মঞ্চে দেখা গেছে সাবেক দুই লাভবার্ড কারিনা ও শাহিদকে। এরপর ছবির আর কোনো প্রচারেই দেখা যায়নি ‘রোবট’ অভিনেত্রীকে। এমনকি ছবিটিকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পরও কারিনা ছিলেন নিশ্চুপ।
আর এতেই শুরু হয় নিন্দুকের কটু কথা। সাবেক প্রেমিকের কারণেই ছবির কোনো প্রচারেই নায়িকাকে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করছেন তারা।
তবে কারিনা বলেন, ‘ছবিটির প্রচারের সময় আমি ভারতের বাইরে ছিলাম। ছবিটির কোনো প্রচারে না থাকার জন্য আমি দু:খিত। তার মানে এই নয় যে, ব্যক্তিগত কারণে আমি ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রকে সমর্থন করছি না।’
নায়িকা বলেন, ‘ছবিটির প্রথম প্রচারণায় আমি যুক্তরাজ্যে ছিলাম এবং দ্বিতীয়বার শারীরিক ভাবে অসুস্থ থাকার ফলে অংশ নিতে পারিনি। এমনকি এ কারণে প্রযোজক আমাকে বিশ্রামে থাকার পরামর্শও দিয়েছেন।’ সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই