
স্পোর্টস ডেস্ক: অবশেষে অবসর নেয়ার দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন ট্র্যাকের রাজা উসাইন বোল্ট। সামনের বিশ্ব চ্যাম্পিয়নশীপের পরই নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জ্যামাইকান এ স্প্রিন্টার। ট্র্যাকের আর দৌড়ানোর তার কোনো ইচ্ছে নেই। বিশ্ব চ্যাম্পিয়নটাই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা।
সারা বিশ্বে বোল্টের ভক্ত অগনিত। ট্র্যাকে নামলেই ঝড় তুলেন এ স্প্রিন্টার। ট্র্যাকের গড়েছেন একের পর এক রেকর্ড। রেকর্ড গড়াকে তিনি ‘হাতের তৈরি মোয়া’ বানিয়ে ফেলেছেন। তিনটি অলিম্পিক থেকে এ পর্যন্ত নয়টি স্বর্ণ জয় করে স্বর্ণ জয়ীর তালিকার শীর্ষ আসনটিও এখন তার দখলে। সর্বশেষ রিও অলিম্পিকেও স্বর্ণ জিতেছেন তিনটি। আগামী বছর আগস্টে লন্ডনে বসছে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ওই আসরটিতেই শেষবারের মতো দৌড়াবেন তিনি। আর একই বছর জুনে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য রেসারস গ্রাঁ প্রিঁতে নামবেন।
উসাইন বোল্টের বয়স ৩০ পেড়িয়ে গেছে ক’দিন আগেই। আগামী অলিম্পিকে তার বয়স দাঁড়াবে ৩৪ এ। তখন যে আর ট্র্যাকে ঝড় তোলার মতো অবস্থায় থাকবেন না- সেটা ভালো করেই বুঝতে পেরেছেন জ্যামাইকান এ স্প্রিন্টার। তাইতো সময় থাকতেই অবসরে গিয়ে নিজের নামকে পাহাড়ের চূড়ায় রাখতে চান তিনি। জ্যামাইকার এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘রেসারস গ্রাঁ প্রিঁ হবে জ্যামাইকার মানুষদের জন্য আমার শেষ দৌড়। ওটাই হবে জ্যামাইকাতে আমার শেষ প্রতিযোগিতা। আর লন্ডনের ৫ থেকে ১৩ আগস্টের প্রতিযোগিতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবো আমি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসরে যাব। ওটাই হবে আমার শেষ দৌড়।’
প্রতিবেদক: কবিরুল ইসলাম, সম্পাদনা: জাহিদ