Thursday, September 22nd, 2016
অবসর ভেঙে ফিরলেন মামুনুল
September 22nd, 2016 at 5:15 pm
অবসর ভেঙে ফিরলেন মামুনুল

ঢাকা: জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন দেশ সেরা মিডফিল্ডার মামুনুল ইসলাম। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হাজির হয়ে নিজের ইচ্ছের কথা জানালেন সদ্য অবসরের ঘোষণা দেওয়া এই ফুটবলার। বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ টিম ম্যানেজম্যান্ট চাইলেই কেবল ফিরবেন তিনি- এমনটাও জানিয়ে দিয়েছেন।

আজ দুপুরে বাফুফে ভবনে স্ব-স্ত্রীক হাজির হয়েছিলেন চট্টগ্রাম আবাহনী অধিনায়ক মামুনুল। উদ্দেশ্য বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সাক্ষাৎ। সাক্ষাতের বিষয়টি ছিল বেশ স্পর্শকাতর। সম্প্রতি মামুনুলের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস আপলোড করা হয়েছিল। যেখানে বাফুফে বস ও সাধারণ সম্পাদককে জড়িয়ে নানা আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এ বিষয়ে বাফুফে মামুনুলের দৃষ্টি আকর্ষন করলে নিজের অবস্থান পরিস্কার করার জন্য আজ মতিঝিলে এসেছিলেন বন্দরনগরীর এ ফুটবলার।

mamunul

কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে মামুনুল বলেন, ‘আমার একটি মাত্র আইডি আছে ফেসবুকে। যেটা অপারেট করেন আমার স্ত্রী। আমার নামে আরও চার-পাঁচটি ফেক আইডি রয়েছে। ঐ ফেক আইডির যে কোন একটি থেকেই এ ধরনের বাজে স্ট্যাটাস দেয়া হয়েছিল। আমি সালাউদ্দিন ভাইকে বিষয়টি পরিস্কার করেছি। তিনি আমার যুক্তিতে সন্তুষ্ট।’

ভুটানের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলের হোম ম্যাচে কোচ সেইন্টফিট দলে রাখেননি মামুনুলকে। তাই রাগে-দু:খে অবসরের ঘোষণা দিয়েছিলেন। মিডিয়ায় সরাসরি জানিয়ে দিয়েছিলেন ‘লাল-সবুজের জার্সী আর গাঁয়ে জড়াবেন না।’ তার এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দারুণ ঝড় উঠেছিল। পক্ষে-বিপক্ষে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

কেউ কেউ তখন বলেছিলেন, ‘এটা মামুনুলের স্ট্যান্টবাজি। তিনি আবারো ফিরে আসবেন। ফেডারেশনের দৃষ্টি আকর্ষন করতেই তিনি অবসরের ঘোষনা দিয়েছেন।’ অবশ্য হাতে-গোনা সেই সময় মানুষের ধারনাই সত্যি প্রমানিত হয়েছে। আবারো জাতীয় দলের জার্সি গাঁয়ে জড়াচ্ছেন মামুন। নিজ মুখেই জানালেন সে কথা, ‘বাফুফে আমাদের টপ ম্যানেজম্যান্ট। তারা চাইলে আমি অবশ্যই ফিরবো। এ জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’ তবে বাফুফের অপর একটি সূত্র বলছে, ভুটানের বিরুদ্ধে অ্যওয়ে ম্যাচেই দেখা যাবে চট্টগ্রামের এ ফুটবলারকে।

প্রতিবেদন: কবিরুল ইসলাম, প্রকাশ: তুসা


সর্বশেষ

আরও খবর

অবশেষে পাঁচ বছর পর নেপালকে হারালো বাংলাদেশ

অবশেষে পাঁচ বছর পর নেপালকে হারালো বাংলাদেশ


৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ


শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ: পাপন

শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ: পাপন


বিসিবির নিরাপত্তা প্রধান মারা গেছেন

বিসিবির নিরাপত্তা প্রধান মারা গেছেন


দেশে ফিরলেন সাকিব

দেশে ফিরলেন সাকিব


হতাশ হলেও শিখেছেন বাবর আজম

হতাশ হলেও শিখেছেন বাবর আজম


জয়ের ধারায় থাকা ইংল্যান্ডের বিপক্ষে সমতা ফেরানোর খোঁজে পাকিস্তান

জয়ের ধারায় থাকা ইংল্যান্ডের বিপক্ষে সমতা ফেরানোর খোঁজে পাকিস্তান


কভিড-১৯: সময়মত আইপিএল শুরু অনিশ্চিত

কভিড-১৯: সময়মত আইপিএল শুরু অনিশ্চিত


বার্সার অনুশীলনে সোমবার মাঠে নামছেন মেসি

বার্সার অনুশীলনে সোমবার মাঠে নামছেন মেসি


মাঠে নামছেন তামিম ইকবাল

মাঠে নামছেন তামিম ইকবাল