
ঢাকা: অবিবাহিতদের বাসা ভাড়া না দেয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে গোলটেবিল আলোচনায় এম সাখাওয়াত হোসেন আরো বলেন, যেভাবে নিরাপত্তার নামে জনগণকে হয়রানি করা হচ্ছে তাতে জনমনে ক্ষোভ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা তল্লাশি না চালালে জঙ্গি-সন্ত্রাসবাদ রোধে নেয়া উদ্যোগ ভেস্তে যাবে।
এশিয়ার মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে এই আলোচনার আয়োজন করেন সেন্টার ফর গভরনেন্স স্টাডিজ।
একই দিন অন্য আরেক অনুষ্ঠানে বাড়ি মালিকদের উদ্দেশ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই