
আইওয়া: অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে নিজের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি এমন একটি ট্যাকিং পদ্ধতি (গতিবিধি অনুসরণ) উদ্ভাবন করবেন যা কর্তৃপক্ষকে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে সহায়তা করবে।
আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি প্রচারণায় নিজের অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের পরিকল্পনাকে ‘এন্ট্রি-এক্সিট’ নামে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, এই এন্ট্রি-এক্সিট প্রকল্প ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছে- এমন অভিবাসীদের গতিবিধি অনুসরণ করবে।
এ সময় মেক্সিকোর সাথে দক্ষিণ সীমান্তে দেয়াল তৈরি করার আগের অবস্থান আবারো ব্যক্ত করেছেন ট্রাম্প। একইসাথে অবৈধ অভিবাসীদের কল্যাণ সুবিধা পাওয়ার পথও রোধ করবেন বলে জানান কোটিপতি এ ব্যবসায়ী।
ট্রাম্প বলেন, ‘আমি বড় ধরনের সীমান্ত দেয়াল তৈরি করতে যাচ্ছি, জাতীয় পর্যায়ে অবৈধ অভিবাসীদের ই-ভেরিফাই চালু, অবৈধ অভিবাসীদের কল্যাণ সুবিধা প্রাপ্তি এবং একটি এন্ট্রি-এক্সিট ট্র্যাকিং পদ্ধতি চালু করতে যাচ্ছি। এতে করে ভিসার মেয়ার শেষ হওয়া অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো যাবে।’
ট্রাম্প বলেন, ‘যদি আমরা ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ জারি না করি তবে আমাদের একটি উন্মুক্ত সীমান্ত থাকছে- এটাই স্বাভাবিক।’ ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম প্রধান ইস্যু হচ্ছে অভিবাসী নিয়ন্ত্রণ। গত সপ্তাহের শুরুতে নিজের অভিবাসনীতি শিথিল করার ইঙ্গিত দেন ট্রাম্প।
আগে অবৈধ এককোটি ১০ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর কথা বললেও অবস্থান পরিবর্তন করে ট্রাম্প বলেছেন, কেবল অপরাধীদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনসহ অনেকে তার গণহারে অভিবাসী বিতাড়নের ঘোষণা হিতে বিপরীত হতে পারে বলার পর নিজের অবস্থানে পরিবর্তন এনেছেন ট্রাম্প। সূত্র: বিবিসি।
গ্রন্থনা ও সম্পাদনা: সাইফুল ইসলাম