
ঢাকা: ২০১৫ সালের একুশের বইমেলা থেকে লেখক অভিজিৎ রায় ও বন্যা আহমেদের বের হওয়ার সময়ে ধারণ করা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিওচিত্র প্রকাশ করে পুলিশ বলেছে, অভিজিৎ বন্যা দম্পতিকে অনুসরণ করতে যে তরুণকে দেখা গেছে, সেই শরীফই ঢাকার মেরাদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
ভিডিওতে ব্যাগ হাতে অভিজিৎ ও বন্যার পেছনে মোবাইল হাতে এক যুবককে হাঁটতে দেখা যায়। অভিজিৎরা একবার থামলে ওই যুবকও থামে। এরপর অভিজিৎরা চলতে শুরু করলে ওই যুবককেও হাঁটতে দেখা যায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ গণমাধ্যমকে বলেন ‘বইমেলায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার দিন তার গতিবিধির উপর নজর রাখছিল শরীফ। অভিজিৎ কোথায় যাচ্ছে, কোন পথ দিয়ে বই মেলায় এসেছে, কোন পথ দিয়ে বের হয়, তা সে মোবাইলে এসএমএস দিয়ে তার সংগঠনের সদস্যদের জানিয়েছিল।’
নিহত শরীফুল নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ‘অপারেশন বিভাগের’ ‘গুরুত্বপূর্ণ সদস্য’ ছিল বলে পুলিশের দাবি।
২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। তার সঙ্গে থাকা বন্যাও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই