অভিনেতা অ্যান্টন নিজের গাড়িচাপায় নিহত

লস অ্যাঞ্জেলস: ‘স্টার ট্রেক’ খ্যাত মার্কিন অভিনেতা অ্যান্টন ইয়েলচিন নিজের গাড়িচাপায় নিহত হয়েছেন। রোববার সকালে লস অ্যাঞ্জেলসে তার বাড়িতেই এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লস অ্যাঞ্জেলসের বাড়ির সামনে গাড়ি থেকে নামেন ‘স্টার ট্রেক’ খ্যাত এ অভিনেতা। তারপরই গাড়িটি পেছন দিকে চলতে শুরু করলে এর ধাক্কায় বাড়ির সামনের চিঠির বক্সের পিলার ও বেড়ার সঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাত্র ২৭ বছরের ইয়েলচিনের সম্পর্কে পরিচালক জেজে আবরামস বলেন, তিনি ছিলেন তুখর মেধাবী, দয়ালু ও মজার মানুষ।এই অভিনেতা ‘লাইক ক্রেজি’ (২০১১) ও ‘গ্রিন রুম’ (২০১৫) ছবিতে অভিনয় করেছেন।
‘স্টার ট্রেক’-এ পাভেল চেখভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন অ্যান্টন। ‘স্টার ট্রেক’-এর তৃতীয় চলচ্চিত্র ‘স্টার ট্রেক বিয়নড’ আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই