অভিনেতা রাজাক খান না ফেরার দেশে

ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের কমেডিয়ান রাজাক খান। বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বান্দার হোলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তরা মৃত ঘোষণা করেন। ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয় তিনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। রাজাক দুই দশক ধরে শোবিজের সঙ্গে যুক্ত ছিলেন।
রাজাক খান অভিনয় করেছেন প্রায় ৯০টি ছবিতে। এগুলোর মধ্যে উল্লেখ করা যায় ‘হ্যালো ব্রাদার’, ‘হেরাফেরি’, ‘বাদশাহ’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হাসিনা মান জায়েগি’-র মতো বেশ কিছু জনপ্রিয় বাণিজ্যিক ছবির কথা। এ ছাড়া তিনি কমেডি টেলিভিশন অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ নিয়মিত অংশ নিতেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/জাই