
ডেস্ক: বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তখন অনেকেই কাজের সুযোগ দেওয়ার পরিবর্তে শারীরিক সম্পর্ক গড়ার সুযোগ চাইত। এই তথ্য সুরভিন নিজেই জানালেন।
এই অভিজ্ঞতা হয়েছে দক্ষিণী ছবিতে অভিনয়ের শুরু সময়ে। তবে বলিউডে এ ধরনের অভিজ্ঞতা হয়নি বলে জানান এই অভিনেত্রী।
হেট স্টোরি-টু খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাকে। তবে এখনো বলিউডের খারাপ দিকটা দেখিনি। মনে হয়- আমার চারপাশে কোনো রক্ষাকবচ আছে।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় ভালো কিছুর জন্য অপেক্ষা করেছি। ফলে তাদের আমন্ত্রণে আমার কোনো ইচ্ছা ছিল না। ভালো কাজের জন্য আমি সব সময় অপেক্ষা করব। তবে ইন্ডাস্ট্রিতে ভাগ্যেরও একটা ব্যাপার থাকে।’
বিরতি কাটিয়ে অনিল কাপুরের টিভি ড্রামা ‘২৪’-এর মাধ্যমে আবার টেলিভিশনে ফিরছেন সুরভিন। এ অনুষ্ঠানের পর আবার সিনেমার ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই